নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বিষয় আছে শেয়ার করা যায়না। নিতান্তই করতে হলে বেজার হতে হয়। শেয়ার বাজার অন্য বিষয়। বাজারের বিষয় হলে শেয়ার করাটাই মুখ্য। শেয়ার না করলে বাজার জমবেইনা। সেটা অন্য বিষয়। আসল বিষয় হল শুধু প্রাইমারি শেয়ার দিয়ে শেয়ার বাজারে মজা নেই। একটা শেয়ার একবার কিনে বছর ধরে বসে থাকলে সেটা নিরস মনে হয়, লাভ ক্ষতি যাই হোক, শেয়ারের মজা সেকেন্ডারীতে। বুবলি বুঝে সেই ব্যাবসাটা। সে সেকেন্ডারী শেয়ারে ইনভেস্ট করে মজা পাচ্ছে। তার লাভ ক্ষতি সে বুঝবে। শেয়ার বাজারে এসেছে ব্যাবসা করবে। তোমাদের প্রাইমারী শেয়ার তোমরা সেইল না করলে সেতো কিনতে পারবেনা। হা হা হা । সুতরাং ঘর সামলাও। বিরিষ গরু বেঁধে রাখলে গাই গরু গর্ভবতী হবেনা।
টানাটানি ভাললাগেনা আধা পেটে ভাত
গেষ্ট্রিকের ব্যথা বাড়ে হলে মাঝ রাত
আয়ের চাইতে ব্যয় বাড়ে নিত্য বাড়ে দাম
টেনেটুনে চলেনা ঝরে যতো ঘাম।
আকাশে তাকিয়ে দেখি আর ভাবি মনে
উড়োজাহাজ চড়ে বসে যায় কোন জনে
তাহাদের ঘরে, মনে সুখ আর সুখ
আমাদের ভালে লেখা হাভাতের দুখ।
ওদেরও ঘর ভাঙ্গে শুনি মাঝেমাঝে
কী সব অকারণ কানেকানে বাজে
সকালে ফোটে ফুল ঝরে যায় রাতে
কেউ মরে ভাতে আর কেউ মরে জাতে।
১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: হুম, বুবলি এখন ভাইরাল
২| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: কে যে কখন ভাইরাল হয়ে যায়, সেই খবরটুকু আমি রাখি না।
১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ফেইসবুকে থাকলে হবে, সব আপডেট সেখানে পাওয়া যায়
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লিখেছেন ছড়া।
ছবি দেখে পরিচিত মুখ মনে হচ্ছিল। পড়ে নাম দেখে মনে পড়লো, এর নাম ব্লগার বুবলি।