নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব এক নির্বাচন
কেউ খুশিতে নাচছে, গাইছে
কেউ ভয়ে নির্বাসন।
গায়ক নায়ক টিকটকার
মওকা পেল সব এবার
সবার মনে দিচ্ছে সায়
সং...সদে যেতে চায়।
অন্ধ যেমন দেখে হাতি
বয়রা শুনে সব বচন
খোড়া যেমন মারে লাথি
জাতির এমন সুখ মরণ।
এমপি হবে মন্ত্রী হবে
সং...সদ হবে এক দল
সিইসির কাঁধে পাচ্ছে শোভা
ভোটের বোঝা জগদ্দল।
সং সব সংসদে
যেমন খুশি তেমন সাজ
কী আনন্দ সং বদের
পাচ্ছে শোভা মুকুট, তাজ।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
বাকপ্রবাস বলেছেন: আমারও খুব শখ ভোট দেবার, ভোটারই হতে পারিনি। আশা করি আপনি আপনারটা দিতে পারবেন, কেউ দিয়ে দিলে কপাল খারাব
২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: সং...সদ এর এমন লেখার স্টাইলটা পছন্দ হইসে। চমৎকার লিখেছেন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০
বাকপ্রবাস বলেছেন: যে সদে সং এর আড্ডাখানা তাকে সং...সদ বলে
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: এই দেশের জনগণ ফেয়ার ইলেকশন ডিজার্ভ করে না। এদের ভোট দিতে দিলে আবার রাজাকারের গাড়িতে পতাকা উড়াবে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: জয়বাংলা। এক অনন্য ধর্ম
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১
বাকপ্রবাস বলেছেন: থ্যেংকু ভাইযান
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
বিজন রয় বলেছেন: বড়ই আচানক!!
আফসোস।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০
বাকপ্রবাস বলেছেন: হ, শেখ কোম্পানীর আচানক কাজকারবার
৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ভোট দক্ষিণ ঢাকার কদমতলী থানায় ।
আমি ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাল্লাহ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২
বাকপ্রবাস বলেছেন: হাত ছাড়া করবেননা, বেশী বেশী করে দেবেন, অন্যদেরটাও নিজে দিয়ে অশেষ মেহেরবানির সামিল হবেন, মৃতদেরটা দিলে প্রচুর সওয়াব।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আমার নির্বাচনী এলাকাতে চলে এসেছি ভোট দিতে।
ইনশাল্লাহ ভোট দিবো।