নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Fan মানে পাখা এবং হাতপাখা
গরমে স্বস্তি দেবে সঙ্গে চাই রাখা।
বাসে কিংবা ট্রেনে যখন যেখানে
ভিড় কিংবা জ্যামে পাখা সেখানে।
আরাম দেবে স্বস্তি, যাবে ক্লান্তিটাও
লাঘব হবে পাখা যদি সঙ্গে নাও।
Fan মানে পাখা এবং হাতপাখা
প্লাষ্টিক বা কাগজের হোক তালপাতা
পাখার সাথে পানি রাখুন তেষ্টায়
পান করুন ভাল থাকার চেষ্টায়।
গরমটা কেটে গিয়ে আসে যদি বৃষ্টি
ছাতা রাখুন, চশমাটাও সমস্যায় দৃষ্টি।
২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০০
বাকপ্রবাস বলেছেন: গরমে চরম অশান্তি চারিদিক
২| ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: চিপ হিট অফিসার এর পিক কই পাইলেন? নাকি পোলাপান এডিট করছে?
২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১০
বাকপ্রবাস বলেছেন: আমি এডিট করসি, ফ্রিল্যান্স এর কাজ শিখতাসি, ওটার প্রভাব পড়তেসে
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: আয় কালবৈশাখী
তুই না এলে
বৈশাখের অতৃপ্তিই থেকে যায়
এই দাবদাহে
মৃত্যুর দ্বারে হিটস্ট্রোক
জ্যৈষ্ঠ হারান আম রস
আয় কালবৈশাখী
একটা নীল ডাল ভেঙ্গে
কিংবা টিনের চাল উড়ে
তবু প্রশান্তি একটু পাই।