নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি পাই দেশী খাই, ভিনদেশী বাদ,
বিকল্প না পেলে থাকি চুপচাপ।
তবু যারা বলে বেড়ায়, দেখা যাক তবে,
বিদেশী প্রযুক্তি বিনে সেকেন্ড পার হবে?
হবেনা জানি তবু গাই দেশের গান,
যা আছে তা দিয়ে জুড়াই এ প্রাণ।
দূর্নীতি ঠকবাজ নীতিহীন জাতি,
সবকিছু মেনে নিয়ে দেশের জন্য মাতি।
আজ না হোক কাল হবে, হোক আরো পরে,
একদিন ঠিক হবে, গলে পচে মরে।
সেই দিন আশা রেখে করি দিন পার,
শত বাঁধায় নাই তবু দেশ প্রেমে ছাড়।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
বাকপ্রবাস বলেছেন: আসসালামুআলাইকুম, ছুটি কাটিয়ে, দেশ স্বাধীন করে চলে আসলাম আবার অপিষ আর কাজ
২| ২৩ শে জুন, ২০২৪ রাত ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: "আজ না হোক কাল হবে" - ধন্যবাদ, এ আশাবাদ ব্যক্ত করার জন্য।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
বাকপ্রবাস বলেছেন: আসসালামুআলাইকুম, সেই কালটা হয়ে গেছে, দেশ আবার স্বাধীন হয়ে গেল
৩| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপু
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২৪ রাত ১০:২১
ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন।
কতদিন আছেন