নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়না ঘর নিয়ে প্রচুর ভিডিও আসছে । কনক সরওয়ার এর টিউব ভিডিওগুলো ছাড়াও ডেইলি স্টার, যমুনা টিভি, ইলিয়াস সহ অনেক প্লাটফর্মে আসছে।
..
আমার মনে প্রশ্ন জাগে, সামু ব্লগররা কী এসব দেখছেন?
আপনার কী বিশ্বাস করছেন?
আপনার অভিব্যাক্তি কী?
আপনি যদি আওয়ামি সাপোর্টার হোন তাহলে আপনার নিরপেক্ষ মতামতটা জানতে চাই
---
আমার ধারণা হল দেশ দুইভাবে চলত
এক প্রাক্তন হাসিনা ইউনিট তাদের কাজে প্রয়োজনে আয়নাঘর ব্যাবহার করত
আবার র বা ইন্ডিয়া তারাও চালাত, এবং তারা হাসিনার চাইতে বেশী ক্ষমতাবান ছিল
----
আপনাদের মতামত জানতে আগ্রহী
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
বাকপ্রবাস বলেছেন: এ সম্পর্কে লীগ পন্থিদের অভিমত কী?
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
চোরাবালি- বলেছেন: নষ্টদের নস্তাটিম করতে না পারলে যেমন ভালো লাগে না, তেমনি এরাও অত্যাচারের সঙ্গী ছিল, তাদের চোখে পরবে না এসব
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
বাকপ্রবাস বলেছেন: এ সম্পর্কে লীগ পন্থিদের অভিমত কী?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: প্রায় বছর খানে আগে আয়না ঘর প্রথম আবিষ্কার করেছে নাগরিক টিভি।
আমি আয়না ঘরের লোমহর্ষক প্রায় সব কাহিনীই শুনেছি, ভযঙ্কর সব ঘটনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
বাকপ্রবাস বলেছেন: এ সম্পর্কে লীগ পন্থিদের অভিমত কী?
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১
ডার্ক ম্যান বলেছেন: আয়নাঘর নাম রুপক অর্থে ব্যবহার করা হয়। এগুলো আদোতে নিরাপত্তা বাহিনীর সেফ হাউজ। সরকার যেমন বিরোধী মতালম্বীদের এখানে রাখতো ঠিক তেমনি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী নেতাদের রাখতো নিরাপত্তাবাহিনীগুলো। এগুলো সব দেশে থাকে। বাংলাদেশে সব সরকারের আমলে এটা ছিল, আছে এবং থাকবে। মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে সেফ হাউসের আর্বিভাব।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০২
বাকপ্রবাস বলেছেন: তাহলে ধরে নিচ্ছি আপনার মতে ব্যাপারটা স্বাভাবিক।
বিডিআর হত্যার ব্যাপারে কিছু বলবেন? আপনার অভিমতটা দেবেন।
আমি বিষয়গুলো কতো ভাবে চর্চা হচ্ছে তা ধরতে চাচ্ছি
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২
ডার্ক ম্যান বলেছেন: বিডিআর বিদ্রোহ নিয়ে বলার তেমন কিছু নাই। কারো কারো ধারণা রৌমারী আর পাদুয়া'র ঘটনার জন্য ভারত এটা করিয়েছে।
বাংলাদেশের বাহিনীগুলোতে বিদ্রোহ অস্বাভাবিক কিছু না। জিয়াউর রহমানের আমলে সেনাবাহিনীতে অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলানো হয়েছে বিচারের নামে। অনেকে তো নিখোঁজ/ গুম হয়ে রয়ে গেলেন অনেক বছর।
জিয়াউর রহমান তো একসময় বিমান বাহিনী বিলুপ্ত করার চেষ্টা করেছিলেন।
সেনাবাহিনী যতদিন ১৫ আগস্টের দায় স্বীকার না করে খুনিদের বিচার করবে না ততদিন এসব বিদ্রোহ চলতে থাকবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
বাকপ্রবাস বলেছেন: বিচার তাহলে ১৫ই আগষ্ট থেকে শুরু করতে হবে।
তারও আগে, একাত্তরের পরের গুলো কী করা যায়? নাকি বাহাত্তর থেকে শুরু করলে কেমন হয়?
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২
ডার্ক ম্যান বলেছেন: এই যে আনসারের আন্দোলন যেভাবে দমন করা হল সেটাও একসময় ভালো ফল বয়ে আনবে না। সমস্যার মূলে না গিয়ে সেটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা সবসময় বুমেরাং হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মতো বাংলাদেশের সেনাবাহিনীও যদি মনে করে থাকে দেশের নাটাই তাদের হাতে থাকবে তাহলে সেটা তারা ভুল করবে।
আপনার ঘরে যদি বৈষম্য বেশি হয়ে যায় তাহলে তৃতীয়পক্ষ সেই সুযোগ নিবে। বিডিআর বিদ্রোহের ক্ষেত্রেও তাই হয়েছে। যুক্তির খাতিরে ধরে নিলাম ভারত জড়িত। কিন্তু বিডিআরে যদি মারাত্মক কোনো সমস্যা না থাকতো তাহলে কারো পক্ষেই বিদ্রোহ করানো সম্ভব ছিল না। বিডিআর ইন্টেলিজেন্সের কথা বাদ দিলাম কিন্তু আর্মি ইন্টেলিজেন্স তো ছিল। তারা বিদ্রোহের আগাম তথ্য পেল না কেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩
বাকপ্রবাস বলেছেন: বিডিআরের ব্যাপারে যতটুকু দেখলাম, যারা স্বাক্ষী ছিল তাদেরকেই স্বাস্থীর আওতায় আনা হয়েছে। এবং তৎকালীন সরকারের কিছু নেতা মন্ত্রী কিলিং মিশনে নেতৃত্ব দিয়েছে এমনটাই মনে হচ্ছে, এটা তো আমাদের নিজেদের সমস্যা না, সরাসরি ভারত জড়িত এবং তাদের সুবিধা করে দিয়েছে বিগত সরকার, এমনটাই মনে হচ্ছে
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪০
ডার্ক ম্যান বলেছেন: বাহাত্তর থেকেও শুরু করা যায়।
রাজনৈতিক নেতারা কিলিং মিশনের নেতৃত্ব দেয় নাই। ঘন্টাখানেকের মধ্যে অফিসারদের খুন করা হয়।
ভারত জড়িত হলেও কি ভারতকে কিছু করতে পারবেন। মনে হয় না। কিছু অফিসার নাকি উলফার সাথে জড়িত ছিল। কিছু দশ ট্রাক অস্ত্রের সাথে জড়িত ছিল।
ভারত তো নিজে এসে মারে নাই।
ঐ সময় সেনাবাহিনী পিলখানায় ঢুকলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হত।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫
বাকপ্রবাস বলেছেন: আপনি সবগুলো ভিডিও দেখেননাই মনে হচ্ছে। কিছুকিছু স্বাক্ষী আসছে ব্ল্যাক কেট নামক একটা দল ইন করেছিল বলে ধারনা হয়, আর গুম হওয়াদের স্বাক্ষী বলছে ভারত অপিষ করে এদেশে টর্চার সেল চালিয়েছে।
ভারতের বিচার না করেও ব্যাপারটা কি ছিল সত্য জানলে সমস্যা নাই
দশ ট্রাক এর ব্যাপারটাও খোলসা হোক
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩
ডার্ক ম্যান বলেছেন: দশ ট্রাক অস্ত্রের কথা খালেদা জিয়ার এক ঘনিষ্ঠ মানুষ ফাঁস করে দিয়েছিলেন হয়তো। চীনের তৈরি এগুলো উলফার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সিআইএ-আইএসআই-চীন বাংলাদেশকে বলির পাঠা বানিয়েছে।
ভারতীয় লোকজন কেন এখানে অফিস বানাবে? এগুলো অতিরঞ্জিত কথাবার্তা।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১১
বাকপ্রবাস বলেছেন: মেজর সুমন এর বক্তব্য শুনলে স্পষ্ট বের হয়ে আসে সব https://www.youtube.com/watch?v=azId5DvWD9Q
এখানে দুইটা দিলাম https://www.youtube.com/watch?v=Idek3mIP9EQ
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯
আঁধারের যুবরাজ বলেছেন: বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি হাসিনা জড়িত। হাসিনা এবং হাসিনার আওয়ামীলীগ ভারতের গোলাম হিসেবে এই কান্ড করিয়েছে। আয়না ঘরের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে যারা সাক্ষাৎকার দিয়েছে তারা বলেছে কেউ কেউ সেখানে হিন্দিতে কথা বলেছে।
আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না আমি দেখতেছি- সোহেল তাজ
পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল সেই তথ্য দিলেন মেজর হাফিজ
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩
বাকপ্রবাস বলেছেন: হাসিনা, তাপস, নানক, সাহরা আর মির্জ নাকি কী নাম একটা ওরা সরাসরি জড়িত, ছাত্রলীগও কিলিং মিশনে অংশ নিয়েছে
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৪
Tanner Huff বলেছেন: google
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৫
Tanner Huff বলেছেন: [URL=https://google.com/]google[/URL]
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৬
Tanner Huff বলেছেন: google
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ, এন এস আই, র্যাব, সি আই ডি, ডিবি, পুলিশ প্রতিটি বাহিনীরই নিজস্ব "আয়না ঘর" ছিলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১১
বাকপ্রবাস বলেছেন: গত ১৫ বছর আয়নাঘর এ যা হয়েছে এসব কী স্বাভাবিক বিষয়? আপনার অভিমত কী?
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩০
আলামিন১০৪ বলেছেন: অন্ধদের আপনি দেখাতে পারবেন না, এরা জন্মান্ধ