নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট করে আসো আপা চট করে আসো
অপেক্ষায় থেকে গেল সেপ্টেম্বর মাসও।
কথা ছিল টুপ করে, ফেলে দিলে শেষ
আগষ্ট মাস এলে সব গোলমাল দেশ।
তুমিও পালালে, পালাইনা বলে
তোমার আগেই নেতারা গেল সব চলে।
বাদবাকী যা আছে খাটের তলে ঠাঁই
সেখানেও খুঁজে দেখি জাফ্রিকবাল নাই।
এভাবে কতদিন? হতে পারি কট
চট করে আসো আপা, চট করে চট।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: আপার পক্ষ হইতে নগদে ধন্যবাদ লইবেন
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপা আসার ভয় বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
বাকপ্রবাস বলেছেন: থাক আপা ওপারে আমরা চাই শান্তি
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭
জুল ভার্ন বলেছেন: আসেন আফা, আগেরবার পালিয়ে যাওয়ার সময় প্যান্টুলুনও পিন্দার টাইম পাননি, আমজনতা একটু ভালো মন্দ আপ্যায়নও করতে পারেনি। আসেন আপা, জলদি চলে আসেন, সাথে ক্যাশিয়ার আপা এবং সাড়ে হাজারটাকেও নিয়ে আসবেন, একটু আপ্যায়ন করে দেবো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
বাকপ্রবাস বলেছেন: সাড়ে হাজার এর হুস ঠিক মাথা খারাপ. টাকা দেখলে হুস হারায় ফেলে
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: চট করে আসলে আপা এবার খাবে কট
কট খেয়ে গেলে অনেকেই মিটাবে মনের শখ
কেউ ছিড়বে হাত তার কেউ ছিড়বে পা
মাথার চুল ছিড়বে কেউ শরীরের কোন কিছু
বাদ যাবে না। কপাল গুণে পালিয়েছিলো
আছে তাই বেঁচে ভাগ্য খারাপ তার
সম্মানজনক মৃত্যুর নেই সম্ভাবনা
সে যে এখন ভয়ানক গণখুনি
সেসব তার মনে থাকে না
এদেশের মানুষের বাঁচামরা গায়ে মাখে না
ছাব্বিশ লাখ ভারতীয়ের চাকরি দিয়ে
দেশের মানুষ রেখেছে সে বেকার
এবার কাছে পেলে মানুষ ঝাল ঝারবে তার।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৪
বাকপ্রবাস বলেছেন: বিডিআর হত্যার সাথে জড়িত এবং কিভাবে মেরেছে শ্বাক্ষিদের কী করেছে মুটিভ কিভাবে নষ্ট করেছে সব বের হয়ে আসছে, আওয়ামীরা এসব এড়িয়ে এখনো চেতনা করতে চায়
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা আপার ডাকের অপেক্ষায় আছি। আপা আমাদের এভাবে একা করে এতিম করে চলে গেলেন কি করে জয় বাংলা জয় আপা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
বাকপ্রবাস বলেছেন: গেছেতো গেছে পেছনের দরজা দিয়ে, আমরা সদর দরজা দিয়ে বের করতে চাই
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬
অস্বাধীন মানুষ বলেছেন:
সাধারণ ছাত্র জনতার পাশাপাশি এইসব হত্যার বিচার চায় বাংলাদেশের সাধারণ মানুষেরা।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪
বাকপ্রবাস বলেছেন: বজলুল হুদাকে শুনলাম বুকের উপর নিজের পা রাইখা তারপর জবাই করাইসে
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০
শাহিন-৯৯ বলেছেন: হাহাহা, অতি চমৎকার হইয়াছে।