নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ই‌লিশ

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

হা‌সিনা গে‌লে চুপ থা‌কো
ই‌লিশ গে‌লে চিল্লাও কেন?
চুপ্পু কেন গ‌দির কো‌লে
সেইটার আ‌গে হিসাব নেন।

ই‌লিশ যা‌বে আপায় খা‌বে
মু‌দিও পা‌বে মাথার ভাগ
কু‌টে দে‌বে ফ‌রিদা আক্তার
যা‌চ্ছে ই‌লিশ চি‌চিং ফাঁক।

আ‌সিফ স্যারে হিসাব ক‌রে
মাথা‌ পিছু ই‌লিশ চাই
ইউনুস স্যারের ত্রিপল জি‌রো
ই‌লিশ খাওয়ার সময় নাই।

যা‌চ্ছে ই‌লিশ খা‌চ্ছে ই‌লিশ
ধ‌রে রাখা যা‌চ্ছেনা
বিপ্ল‌বে কেন শি‌বির এল
ঘুর‌ছে মাথা থাম‌ছেনা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:




রাতের বেলায় উটকে পানি খাওয়ায়েছেন তো?

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২

বাকপ্রবাস বলেছেন: জ্বি, দিনেও খাওয়াই। উটের দুধ খাইতে চাইলে স্বাগতম।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৫৪

সোনাগাজী বলেছেন:




আমার জন্য চিন্তিত হইয়েন না, মেয়েদের ও তাদের মায়ের খবর রাখেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৭

বাকপ্রবাস বলেছেন: টয়লেটে যান? হাগামুতা করেন? কে ধুয়ে দেয়? নিজেরটা নিজে ধুন নাকি ওটার জন্য কাউকে নিয়োগ দিয়েছেন?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

কোমলমতিরপ্যাদানি বলেছেন: সোনাগাজী, আম্রিকায় নিয়মিত পিম্পদের পানি খাওয়ান শুনলাম ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

বাকপ্রবাস বলেছেন: ওনার আম্রিকা বেহেস্ত এর এক ধাপ উপরে, সেখানে শুধু তিনিই থাকেন একমাত্র বাংলাদেশী, আর কেউ থাকেনা। গর্বে ঘুম আসেনা সেখানে থেকে

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন বড়ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.