নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ একটা বড় সংকটে আছে। ঠক বাছতে গিয়ে গা উজাড় হয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদি, একটু সময় লাগবে আমরা সঠিক পথে আসবই।
আওয়ামি সেটআপ এর খপ্পর থেকে বের হওয়া যাচ্ছেনা। আওয়ামী ও ভারত শিকড় এতো গভীরে যে বিএনপি জামাত এর নেতারাও তার অন্তর্ভূক্ত হয়ে আছে, তবে সাধারণ কর্মীরা এটা জানেনা বুঝেওনা। তায় তাদের রক্তটা যায়।
লীগকে আমি আাপাতত গুনায় ধরিনা গত তিনটা নির্বাচন আলোকে। জামাত বিএনপির নেতাদেরও ভরসা নাই, তাদের কথাবার্তা চালচলন আওয়ামী বি টিম এর কাজ করছে। তারা লীগকে মাঠে রেখে ভোটে যেতে চায়, ভোটের হিসাব করতে গিয়ে দেশের বারটা বাজলেও তাদের নীতি আদর্শ এর প্রবলেম হচ্ছেনা, কিন্তু আমরা যারা নিরপেক্ষ আছি আমাদের হচ্ছে। আমরা চাই সুস্থ্য সুন্দর পরিবেশ।
ফখরুল সরাসরি লীগকে সাপোর্ট করছে, জামাত বলছে বারবার ফ্যাসিবাদ বলাটা ভাল দেখায়না। এদিকে আজ জুলকার এর একটা ফেইসবুক পোষ্ট দেখলাম, জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিভাবে প্রশাসনে আওয়ামী সেটআপ করিয়ে দিচ্ছে।
ওয়াকার আর ইউনুস নিয়ে তেমন কিছু কথা উঠছেনা কারন এখানে হাত দিলে দেশ নৈরাজ্য পরিস্থিতির স্বীকার হবে, সবমিলে দেশ নিয়ন্ত্রণ কার হাতে সেটা কেউ আন্দাজ করতে পারছেনা। আমরা এখন খাদের কিনারে, সিদ্ধান্ত নিতে ভুল হলে খাদে পরার সমুহ সম্ভবনা।
ছাত্ররা প্রথমে ভেবেছিল দেশ তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাদের সামনে রেখে দেশ গুছিয়ে নিচ্ছে ওয়াকার। তিনি পর্দার আড়ালে আমরা জগড়া করছি ফেইসবুক ব্লগে উপদেষ্টা নিয়োগ নিয়ে।
দেখা যাক বাতাস কোন দিকে যায়.....................
Zulkarnain Saer
·
ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লব কি তদবীর বানিজ্যের মহোৎসবে পরিণত হয়েছে?
স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর এসপি নাজির আহমেদ কিভাবে কুমিল্লা জেলার এসপি হিসেবে নিয়োগ পেতে পারে?
১। *বিস্তারিত বিবরণ*
নাম: নাজির আহমেদ খান
ব্যাচ: ২৭ তম বিসিএস (পুলিশ)
বর্তমান পোস্টিং: ডিসি (লজিস্টিকস) গাজীপুর মেট্রপলিটন পুলিশ।
নিজ জেলা: আলফাডাংগা, ফরিদপুর
২। *সাবেক কর্মস্থল*
ক) ডিসি (নর্থ), জিএমপি, আগস্ট, ২০২৪
খ) ডিসি, ডিবি, জিএমপি (২০২৩ থেকে আগস্ট ২০২৪)
খ) ডিসি, (ট্রাফিক ওয়ারি), ডিএমপি (২০২২-২০২৩)
গ) ডিসি, (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ), ডিএমপি (২০২২)
ঘ)এডিসি, (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ), ডিএমপি (২০১৯-২০২২)
ঙ) এডিসি (লালবাগ) ডিএমপি, (২০১৬-২০১৯)
চ) সিনিয়র এসি, ডিএমপি, (২০১৫-২০১৬)
ছ) সিনিয়র এসপি, বগুড়া জেলা (২০১৩-২০১৫)
৩। *স্বৈরাচারের দোসর হিসেবে বৈশিষ্ট্য*
ক) ১৯৯৫-২০০১ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত।
খ) ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্যাম্পাস ছাড়ে ও লোক চক্ষুর অন্তরালে চলে যায়।
গ) পরবর্তীতে সরকার পরিবর্তন হলে ২৭ তম বিসিএস এ ২য় বারের রেজাল্টে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ ক্যাডারে জয়েন করেন।
ঘ) এলাকায় জনশ্রুতি আছে তার বাবা আব্দুল গফুর খান কোনদিন মুক্তিযুদ্ধই করেন নি।
ঙ) তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
চ) আওয়ামী স্বৈরশাসনের অন্যতম কারিগর, আলফাডাঙ্গার কুখ্যাত সন্তান ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ও পারিবারিক আত্নীয়।
ছ) ২০১৪ সালের বগুড়া সিনিয়র এসপি অবস্থায় ভোটারবিহীন নির্বাচনকে ঠেকাতে বিরোধী দলের কার্যক্রম নষ্ট করার অন্যতম কারিগর।
জ) ২০১৮ সালে ঢাকার লালবাগ এলাকায় নিশি ভোটের মূল সমন্বয়ক।
ঝ) লালবাগ ও সূত্রাপুর এলাকায় কুখ্যাত হাজী সেলিমের সকল অপকর্মের সহযোগী।
ঝ) ডিসি, ডিবি হিসেবে গাজীপুরে ২০২৪ সালের ডামি নির্বাচনে ন্যাক্কারজনকভাবে ভূমিকা পালন।ঞ) চরম দূর্নীতিবাজ হিসেবে পরিচিত।
ট) পুরো চাকুরীজীবনে আওয়ামী লীগ বিরোধী নেতা-কর্মীদের মামলা-হামলা, নির্যাতনের অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেছেন।
৪। *মহান জুলাই বিপ্লবে নারকীয় ভূমিকা*
ক) জুলাই বিপ্লবের সময় গাজীপুরের হাসিনার কিলার খ্যাত জাহাঙ্গীরকে পুলিশের প্রায় ৩০টি অস্ত্র তুলে দিছিলো ছাত্র-জনতার বিপ্লবকে ঠেকানোর জন্য।
খ) নিজেও সরাসরি ছাত্র-জনতার বিপ্লবকে রুখে দিয়ে খুনী হাসিনার গদি ঠেকাতে গুলি ছুড়ে।
গ) পরে ছাত্র-জনতা জাহাংগীরসহ এই অফিসারের উপর আক্রমণ করলে সে পালিয়ে যায়।
ঘ) জুলাই বিপ্লবে হাসিনা পালালে সে নিজেও অনেক দিন গা ঢাকা দিয়ে ছিলো।
চ) পরিস্থিতি শান্ত হলে এখন নিজের কূকর্ম ঢাকতে টাকা দিয়ে সব কিনে নিচ্ছে।
এই দূর্নীতিবাজ, স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নাজির আহমদেকে কুমিল্লার এসপি করা হচ্ছে। তার জন্য তদবীর করছেন জামায়াত নেতা তাহের।
মহান মহান জুলাই বিপ্লবে শহীদ হাজার হাজার ছাত্র-জনতার রক্ত মাড়িয়ে এরা আওয়ামী লীগের আমলে অবৈধভাবে কামানো কোটি কোটি টাকা দিয়ে সব ম্যানেজ করে নিচ্ছে। এই অফিসারের কার্যক্রম তদন্ত করা উচিত। একে কুমিল্লার এসপি তো দূরে থাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশে রাখাও জুলাই বিপ্লবের প্রতি উপহাস করার সামিল।
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬
বাকপ্রবাস বলেছেন: বিএনপি দিয়ে ভাল মন্দ অনেক কিছু করা সম্ভব কারন দলটার কাছে রাজনীতি মানে ব্যাবসা, কিন্তু জামাত যদি সততার পরিচয় দিতে না পারে তাহলে সেটা তলিয়ে যাবে কারণ তাদের কাছে কোন বিকল্প নাই আদর্শ ছাড়া। সেটা বিসর্জন দিলে অস্তিত্তই থাকবেনা
২| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
প্রামানিক বলেছেন: ভারতের ষড়যন্ত্রের রেজাল্ট এগুলা
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: সেটাই দেখছি, ভারত ঢুকতে ঢুকে বিএনপি জামাতেও ঢুকে বসে আছে
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: সব আমেরিকার হাতে! আমেরিকার পুতুল বাহিনী সেনাবাহিনী। ভারত এবং আমেরিকা বিএনপি কে টার্গেট করে এগুচ্ছে। জামাত প্রথমে তাদের মুগ্ধ করলেও ঐতিহাসিক পাপের কারণে দ্রুতই তাদের পিছন থেকে আমেরিকা সরে গিয়েছে। ভারত জামাত কে তেমন কোন দল মনে করে না। এর থেকে জাতীয় পার্টি তাদের কাছে বেশি আপন। জামাত সেটাপ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শুনছি। এগুলো বাংলাদেশের রাজনীতি তে কমন ব্যাপার।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
বাকপ্রবাস বলেছেন: জনগণ এক থাকলে বাইরের শক্তি মোকাবেলা করতে সহজ হয়, আমেরিকা ভিয়েতনাম থেকে আফগান থেকে গুটিয়ে গেছে। আমরা এক থাকলে ভারত আর আমেরিকার যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে পুতুল খেলা খেলতে পারবেনা
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো ভয়ানক ষড়যন্ত্রের ফল বলেই মনে হচ্ছে।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
বাকপ্রবাস বলেছেন: আমাদের নিয়ে ষড়যন্ত্র করতে থাকে ভারত, আমরা তার তালে পা দিই
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
অগ্নিবেশ বলেছেন: পরামানিক কাকা, আমি একজন জামাতের ভারতীয় এজেন্ট, বাংলাদেশে জামাত চাই, জামাতের বিকল্প নাই আপনাদের টাইট দেওয়ার জন্য।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
বাকপ্রবাস বলেছেন: জামাত বিএনপির নেতারা বিক্রি হয়ে আছে, কর্মীরা জান দিয়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হবার নয় যদি সবাই মিলে রুখে না দাঁড়াই
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ অগ্নিবেশ আপনি নিজেকে নিরপেক্ষ বলে প্রচার করেন কিন্তু ভারতের কথা শুনলেই কেন তেলেবেগুনে জ্বলে উঠেন?
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
বাকপ্রবাস বলেছেন: ভারত আমাদের সার্বভৌমত্বে নিয়ত হস্তক্ষেপ করে তায় আমারও তাকে ভাল লাগেনা। ভারতের আগ্রসন মেনে নিতে রাজি নই
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: দেশ সংকটে নাই। সংকটে আছে দেশের সাধারন জনগন। তারা বাজারে গেলে কান্না করে।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: আমি সংকিত সার্বভৌমত্ব এবং তার টেকসই নিয়ে। বাজার ব্যাবস্থা একটু দেরী হলেও ঠিক করা যাবে যদি ভাল প্রশাসন দিয়ে দেশ চালানো যায়
৮| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: অগ্নিবেশ আপনি কি ভারতীয় নাকি? প্রিয়াঙ্কা গান্ধী কে দেখলাম জামায়াতে ইসলামীর সাপোর্ট নিয়ে ইলেকশন করছে? খালি সব দোষ বাংলাদেশের মানুষের তাই না!
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
বাকপ্রবাস বলেছেন: ভারতে বিজেপি সমস্যা নাই কিন্তু বাংলাদেশে জামাত হেফাজত হলে মৌলবাদী
৯| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২২
অগ্নিবেশ বলেছেন: কুতুব ভাই, আমি জন্মসুত্রে ভারতীয়, কর্মসূত্রে ভারত ত্যাগ করেছি, ভারতে সেকুলারিত্ব দেখানোর জন্য মাঝে মাঝে হিজাবও পরা লাগে গরুও খাওয়া লাগে, ভারত বড়ই বিচিত্র একটা দ্যাশ। আমি আপনাদের দোষ গুন কিছুই খুজে পাই না, আপনাদের কি করনীয় তাহা আপনারা নিজেরাই বোঝেন না।
রহমান ভাই, আমি নিরপেক্ষা নই, আমি ধর্ম এবং জাতীয়তাবাদ সমালোচকদের পক্ষে।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
বাকপ্রবাস বলেছেন: সরল স্বিকারোক্তি
১০| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৬
অগ্নিবেশ বলেছেন: রহমান ভাই, ভারতের সমালোচনা বা ভারত পোন্দানিতে আমার কোনো মাথা ব্যাথা নেই, কারন সমালোচনাই উন্নতিতে সাহায্য করে, তবে যা বলবেন কিছু প্রমান ট্রমান ত দিতে হয়। প্রমান না দিয়ে দাবী করে বসলে পোন্দানি রিটার্ন ব্যাক হয়ে যায়।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
বাকপ্রবাস বলেছেন: ইহার কোন ভাষা? অভিধানে পাওয়া যাচ্ছেনা
১১| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: আধার কেটে যাবে, আলো আসবেই।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
বাকপ্রবাস বলেছেন: ইনশোআল্লাহ
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭
শাহিন-৯৯ বলেছেন:
সমস্যা হচ্ছে- বিএনপি জামায়াত দুদলই প্রশাসন দখল করার চেষ্টা করছে. নিজের লোক বসাতে তৎপর বিএনপি কিছু কর্মকর্তা প্রশাসনে আগে থেকে থাকলে জামায়াতের তেমন নেই, থাকার কথাও না তাই তারা লীগের কিছু কর্মকর্তাদের পাক পবিত্র করে দলে এনে বা আশ্বাস নিয়ে তদবীর করছে।
সেনাবাহিনী যদি ক্ষমতায় থাকার ইচ্ছে করে তাহলে তারা জামায়াতকে সামনে রেখে এগুবে, আমার ধারণা।
সেনাবাহিনী বড় অংশ, সুশীলদের একটি অংশ চাচ্ছে না তারেক রহমান ক্ষমতায় আসুক, এই হিসেব নিকাষ চলতে থাকবেই---