নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আয় তব হার‌পিক খাই

৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৫

ফখরুল আছে, হাসিনা, তুমি চিন্তা করো না আর,
এই দুর্দিনে নিজগুণে তুলেছে তোমার দলের ভার।
তোমার জন্য প্রথম পাতা বরাদ্দ পি আলো, ডি স্টার,
মিছে তুমিই অডিও ফাঁস করে করো মুখ ভার।

তোমার জন্য শফিকুর কাঁদে, ফ্যাসিবাদ বলতে মানা,
কি না করেছে আসিফ নজরুল, কার না আছে জানা।
তোমার মতো সাড়ে ছ'শো পার করে দিল ওয়াকার,
গলা কেটে ইসকন ঘোলাটে করেছে দাঙ্গার এয়ার।

তোমার মিডিয়া, পত্রিকা, অফিস—সবই আ‌ছে ঠিকঠিক,
হাসনাত-সার্জিস ছুঁড়ে ফেলবে, দেখে নিও পাবলিক।
টুপ করে নয়, সীনা চিতিয়ে আসবে তুমি দেশে,
সব শুয়োরেরা নর্দমা ছেড়ে হারপিক খাবে শেষে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: প্রথম আলো ও ডেইলি স্টার হাসিবার এন্টি ছিলো। আপনি রেগুলার এসব পেপার পড়েন না তাই গুজবে প্রভাবিত হয়েছেন। প্রথম আলোর বিরুদ্ধে হাসিনার বলা বক্তব্য এখন ও অনলাইনে আছে।

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

বাকপ্রবাস বলেছেন: গুজবে আমার আগ্রহ নাই, ওদের কী প্রবলেম সেটা বুঝার জন্য আমি মাহমুদুর রহমানকে ফলো করি, ওনি যদি গুজব করে থাকেন একটু হিন্টস দিবেন

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইযান

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

জেনারেশন৭১ বলেছেন:




আপনার মেয়েদের কোন জন এখন কোন শ্রেণীতে পড়ালেখা করছে?

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

বাকপ্রবাস বলেছেন: প্রশ্নটা বাজে আসেনাই তায় উত্তর দিচ্ছি

১-এইট এর ফাইনাল এক্সাম চলছে
২-টু এর ফাইনার এক্সাম চলছে
৩-কথা বলার চেষ্টা করছে

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: স্যরি ভালো লাগেনি।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

বাকপ্রবাস বলেছেন: স্বাভাবিক

সৈয়দ জামিল একটা লিখে ফেবু গরম করে দিয়েছে আজকে

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অ্যাসেসমেন্ট হলো, উপদেষ্টারা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধেই আছেন। কিন্তু তাদের কোনো কোনো কথার ভিন্ন অর্থ দাঁড়িয়ে যায়, যাতে মনে হয় তারা হাসিনার দোসর। তারা একটা গ্যাড়াকলে আছেন বলেই মনে হচ্ছে।

আপনার স্ক্রিনশট পড়তে পারি নাই, বোঝা যায় না। কবিতাগুলো বাংলাদেশের পক্ষে, নাকি বিপক্ষে?

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১১

বাকপ্রবাস বলেছেন: আপনার কথা সঠিক, সবাই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু সরকার এবং দলগুলোর কথাবার্তা বিপ্লব এর স্পিরিট এর সাথে যায়না, দলগুলোতো ফ্যাসিবাদ পুরো বিদায় করতে চায়না, তাদের কথায় সেটাই মনে হয়, কবিতা দুইটা আপনাকে আবার দিচ্ছি

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

মেঠোপথ২৩ বলেছেন: আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচার পুরাই বিরক্তিকর । ব্যক্তিগত রেশারেশির বিষয় বলে মনে হচ্ছে।

পত্রিকাগুলোর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা যথেষ্ঠই তথ্য প্রমানসহ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ,ভারতীয় মিডিয়া হঠাৎ ভয়ঙ্করভাবে উঠে লেগে পড়েছে ।এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশে বলেন, তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। কাজেই অনলাইন এক্টিভিস্টদের সাথে সরকারের কথার মিল খুজে পাওয়া যাচ্ছে যে আমাদের গনমাধ্যমগুলো সঠিক পথে নাই বিশেষ করে চিহ্নিত মিডিয়াগুলো। এরা এখনও বাংলাদেশের জনগনের কন্ঠস্বর হয়ে উঠতে পারে নাই।


০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২০

বাকপ্রবাস বলেছেন: ভারতের জঘন্য অপপ্রচার এর ভিডিও অনেক দেখেছি, প্রতিদিন গুজব ছড়াচ্ছে, আমার উপদেষ্টা দূর্বল প্রকৃতির তায় পক্ষ বিপক্ষ সবাই সরকারের পেছনে লেগেছে, মেরুদ্ন্ড শক্ত করতে হবে, ওরা এবং পত্রিকা সবাই ভারত পক্ষে থাকছে কথাবার্তা চালচলনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.