নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন দৃশ্য কোথাও খুঁজে পাবেনাতো তুমি
সকল মাফিয়ার সেরা রানী আমার মাতারানী।
লুটেপুটে গুমে ভরা আমাদেরই চেতনা ঘরা
পাশের দেশে পালিয়ে আছে যায়না তাকে ধরা।
সে যে অডিওফাস ভাইরাল করে উসকানিতে সেরা
তাহার চোখে আমার স্বদেশ খামার বাড়ির ভেড়া।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: অবশ্যই লেখা যাবে এবং লিখতে হবে। দেশ এখন হযবরল অবস্থায় আছে, বলা যায় খাদের কিনারে, এই দেশ এখন জাস্ট সুঁতার উপর আছে, সামান্য ভুল হলেই অস্তিত্ব বিপন্ন হতে পারে। বলা যায় দেশ এখন অরক্ষিত অবস্থায় আছে
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: এইসব শালাদের শাস্তি হওয়া উচিৎ।
যারা এরকম আকাম কুকাম করবে।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯
বাকপ্রবাস বলেছেন: আমাদের বুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আর বুল হবেনা
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজীব দাদা রাস্তায় বের হেয় বলেন তো এইসব শালাদের শাস্তি হওয়া উচিৎ। যারা এরকম আকাম কুকাম করবে। দেখি আপনার কত বুকের পাঠা?
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: হাসিনা বন্দনাকারীদের আমার কাছে মানসিক অসুস্থ্য ব্যাক্তি
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: "এমন মাতা কোথাও খুজে পাবে নাকো তুমি,
সকল মাতার সেরা মাতা,
আমাদের মাতা (ডাইনি) রাণী"।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২২
বাকপ্রবাস বলেছেন: আপা ওয়ান পিস
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
মায়াস্পর্শ বলেছেন: শাবক গুলো মানতেই চাইতো না তারা ভারতের প্রোডাক্ট। এখন ওদের কারখানা আর গোডাউন সব ভারতে আশ্রিত।
সুন্দর কবিতা লিখেছেন, আরো লিখুন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
বাকপ্রবাস বলেছেন: এগুলো ফান করি, কবিতা হয়না
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজকের অবস্থার জন্য কে দায়ী? দেশ ঠিকি আবার আগের যায়গায় যাবে এর মধ্যে খারাপ ভালো মানুষগুলো ভেসে উঠবে জাতি চিনে যাবে কারা দু:স্কৃতিকারী তারপর বিচার হবে, অপেক্ষা করুন।
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: ভারত এর হাত থেকে মুক্ত হওয়া অনেক কঠিন, এখনও যেদিকে তাকাই, ভারতময়
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
পবন সরকার বলেছেন: এসব ক্ষোভের বহিঃপ্রকাশ
৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: ভারত এখনো আমাদের দাবিয়ে রাখছে ও রাখতে চাইছে
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৬
জিকোব্লগ বলেছেন:
রূপক বিধৌত সাধু , রাজীব নুর ইত্যাদি সন্ত্রাসী লীগের ল্যাসপেন্সাদের মা'র গ্রাফিতিতে
দেশের জনগণ ঘৃনায় জুতা ও ঝাঁড়ু মারে , এর পরেও এইসব বেহায়াদের লজ্জা হয় না।
এইসব সন্ত্রাসী লীগের ল্যাসপেন্সাদের মুখে ঘৃনায় সব দেশপ্রেমিক ব্লগারদের থুথু মারা উচিত।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১২
বাকপ্রবাস বলেছেন: এমন টাইপ লোকেরা হয় মানসিক সমস্যা না হয় ক্রিমিনাল, যাই হোক, আমরা চেষ্টা করব সুস্থ্য করে তুলতে
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আগে ৭১ কে উপজীব্য করে চেতনা ব্যবসা চলত; এখন ২৪ কে উপজীব্য করে চলে। আর দেশের আইনশৃঙ্খলাার পরিস্থিতি কী, পত্র-পত্রিকায় চোখ বোলালেই টের পাওয়া যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সেসব নিয়ে কিছু বলা বা লেখা যায় না।