নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুজ কানেকশন লুজ কানেকশন
করছ তুমি কী?
বেছে বেছে মন্ত্রণালয় পোড়াও
ছিঃ তোমাকে ছিঃ।
তোমার জন্য ট্রাকচিপায়
কুকুর পুড়ে ছায়
দূর্ণীতির ফাইল গায়েব
কে নেবে তার দায়!
তোমার জন্য সংবাদ সন্মেলন
লাঘব বোয়াল চেলা
গুরুত্বপূর্ণ কাজ ফেলে
ঘুমপাড়ানি খেলা।
লুজ কানেকশন লুজ কানেকশন
টাইট হয়ে যাও টাইট
নইলে কিন্তু ছত্রিশ জুলাই
আবার হবে ফাইট।
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আপনাকেও শুভেচ্ছা ভাইযান। এগুলো ফান করে লিখা, সিরিয়াস লেখা আমার দ্বারা হয়না
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লুজ কানেশন থেকে আগুন লেগেছে। আর সারা দেশের সব্ কানেশন টাইট।
৩২ নম্বরের কানেকশও খুব বেশী লুজ ছিল। টিভি ভবন, সড়ক ভবন, অসংখ্য থানা সর্বত্রই ছিল লুজ কানেশন।
বেছে বেছে এই সব জায়গার কানেকশনই কেন লুজ থাকে বলুন তো?
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫
বাকপ্রবাস বলেছেন: আমরা জাতিগতভাবেই লুজ, তায় জায়গামতো ফুটো হয়ে যায়
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪
বাকপ্রবাস বলেছেন: ২০২৫ এর শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
নতুন বছরের শুভেচ্ছা।