নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডাস্টবিন

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৪


ডাস্টবিনের ময়লায় কার ভিজে?
হুমায়ূন আহমেদ ফেলতে গিয়ে,
পা জড়িয়ে ফসকে গেলেন নিজে।

উঠতে গিয়ে হাত বাড়ালেন যেই,
ময়লা তাকে আকড়ে ধরে,
ফসকে গেলে রেহাই নেই!

গন্ধে যেন জীবন যায়,
লাক্সের ফেনায় গোসল সারে,
তবু সে গন্ধ হারায় না হায়!

অবশেষে জীবন দিল ডাস্টবিনের তরে,
হুমায়ূন আজ স্মৃতির পাতায়,
ডাস্টবিন তার গন্ধ ছড়ায় শাহবাগ বন্দরে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ডাস্টবিনে ছবি দেখা যায়
নর্দমার গন্ধ তুলেছে থুথুর স্লোগান
কুকুরে প্রস্রব করে সমুখে
তবু ডাস্টবিনে ছবি দেখা যায়;
ক্ষমতাবান নিজে নিজেই তার দায়
বলো কোন সাগরে মৃত্যু ভাসায়?

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ছবিটা যুক্ত করলে অনেকের অনেক কিছু জ্বলে যেত! :-P

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডাস্টবিন এখন শাহবাগী হইছে নাকি। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুন উদ্বোধন দেখেছি কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.