নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডাস্টবিন

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৪


ডাস্টবিনের ময়লায় কার ভিজে?
হুমায়ূন আহমেদ ফেলতে গিয়ে,
পা জড়িয়ে ফসকে গেলেন নিজে।

উঠতে গিয়ে হাত বাড়ালেন যেই,
ময়লা তাকে আকড়ে ধরে,
ফসকে গেলে রেহাই নেই!

গন্ধে যেন জীবন যায়,
লাক্সের ফেনায় গোসল সারে,
তবু সে গন্ধ হারায় না হায়!

অবশেষে জীবন দিল ডাস্টবিনের তরে,
হুমায়ূন আজ স্মৃতির পাতায়,
ডাস্টবিন তার গন্ধ ছড়ায় শাহবাগ বন্দরে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইযান

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: ডাস্টবিনে ছবি দেখা যায়
নর্দমার গন্ধ তুলেছে থুথুর স্লোগান
কুকুরে প্রস্রব করে সমুখে
তবু ডাস্টবিনে ছবি দেখা যায়;
ক্ষমতাবান নিজে নিজেই তার দায়
বলো কোন সাগরে মৃত্যু ভাসায়?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০২

বাকপ্রবাস বলেছেন: জানিনাতো ভাই, ধন্যবাদ জানিয়ে রাখলাম তায়

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ছবিটা যুক্ত করলে অনেকের অনেক কিছু জ্বলে যেত! :-P

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: আমি চাইনা আমা সহব্লগাররা মন খারাপ করুক তায় ছবি দিনাই

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডাস্টবিন এখন শাহবাগী হইছে নাকি। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু পদ্মা সেতুন উদ্বোধন দেখেছি কিন্তু

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪

বাকপ্রবাস বলেছেন: হ তিনি মুক্তিযুদ্ধ দেখেননি, এবার পদ্মা সেতুতে টুপ করে কারো গলায় ঝুলে যেতে বলেন, কতদিন আর জামায় ছাড়া থাকবেন

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: ডাস্টবিনে কার ছবি!!!! B:-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭

বাকপ্রবাস বলেছেন: এখনো ভয় পাই তার ছবি দিতে, বাসা থেকে বারবার নিশেধ করতো উল্টাপাল্টা কিছু যেন না লিখি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: যদিও এই লেখাটা শাওনাপুর

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো লেখা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন শাইয়ান ভাই

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৯

বাকপ্রবাস বলেছেন: হুম, অপিষে আছি, কাজের ফাকে পড়ে নেব

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: ওকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: থেংকু

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: এই রকম একটা ডাস্টবিন সবার বাসায় বাসায় থাকা উচিৎ।
কবিতায় প্লাস দিলাম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫

বাকপ্রবাস বলেছেন: হা হা হা শিশুরা ভয় পাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.