নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আহ ৩২, উহ ৩২

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

৩২ ভেঙে গুড়ো গুড়ো,
হাওয়ায় উড়ে ইটের ধুলো।
সুশীল বলে, “আহ,
মেনে নেওয়া যায় না!”

ধর ধর, ধর ধর,
এবার সুশীল ধর!
থাপড়িয়ে দাঁত ৩২,
উড়াধুরা কর!

থামরে, এবার থাম,
একটু দম নে।
দিল্লির বুড়ি টিকটকাইলেই
আবার আগুন দে!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

কু-ক-রা বলেছেন: অভিযাত অভিজিত
চাপাতিতে হলে চিৎ
কেঁপে উঠত বাংলার ভিত্তি

ফকিরের ছেলেপিলে
খালে বিলে গুলি খেলে
সুশীলেরা হেঁসে বলত
ঢং দেখে জ্বলে যায় পিত্তি

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

বাকপ্রবাস বলেছেন: কতো লাশ ছায়পাশ বলে তারা
প্যাক মেরে গিলে নিত ঢোক
নেশায় বুদ হয়ে চেতনার মুত ক্ষয়ে
আপার পেটিকোটে মুছে নিত ঠোট

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ লইবেন ভাইযান

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

এ পথের পথিক বলেছেন: হা হা, সেই হয়েছে ভাই ।
সুশীলদের চুশীল গিরি বড়ই অদ্ভুত ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: বুড়ি টিকটিক ছাড়তে পারেনা আর সুশীলদের আহ উহ ও যাবেনা

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

মেঘনা বলেছেন: আগুন চেনে না আও মালি লীগ
আগুন চিনিনা জামাতি
দিতেছস হাওয়া আগুনে তুই
শেষে সামলাতে পারবি কি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

বাকপ্রবাস বলেছেন: মেঘনার ঢেউ এতো উতালা কেন?

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

অধীতি বলেছেন: বাহ্ বাহ্ কেয়া বাত হে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবনে অধীতি

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

মেঘনা বলেছেন: " ধানমন্ডি ৩২ " - বাংলা বাগানের বুড়া শিমুল গাছ।
তাতে শকুন বসে, পশু পাখির হাড়-গোরে গাছের তলা নোংরা হয়। তো কি করবা? শকুন তাড়ানোর জন্য বাগান পরিষ্কার রাখবা না কি শিমুল গাছ কাটবা?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯

বাকপ্রবাস বলেছেন: আয়না ঘর বানামু

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.