![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেট খাবি খা
দাতটা কেন মাজলিনা
গোসল করলে ক্ষতি কি?
সেটাওতো বললিনা।
গন্ধ শরীর টেকা দায়
মাছি পোকায় ভনভন
নিলামে কেউ দর হাকায়না
দায়টা কার? কে দোষমন?
সিগারেট খাবি খা
গোসলটাও কর
দাতের ব্রাশ করেই তবে
গন্ধ বিনে মর।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৮
বাকপ্রবাস বলেছেন: গোসল কিন্তু করতেই হবে
২| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: অদভোত। মানে অদ্ভুত।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৯
বাকপ্রবাস বলেছেন: আমি ভেবেছিলাম আপনার কমেন্ট হবে , ভাল হয়নাই
৩| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩
কলাবাগান১ বলেছেন: বছর বছর বাচ্চা বিয়াবি..ঘরের বাইরে গেলে, বেটে হজুর যেভাবে লাথি মেরে ওয়াজ থেকে অপবিত্র নারীকে বের করে দিতে চেয়েছিল, সেইভাবে লাথি মারা হবে...এটাই তোদের প্রাপ্য.....।সিগারেট এর কথা যদি আর শুনি.... "জিহবা টেনে কুকুরকে খেতে দিব"।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:০১
বাকপ্রবাস বলেছেন: রোজা রমজান আরো শান্ত হোন দাদা, এভাবে বলেনা
৪| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সিটারেট পরিত্যাজ্য
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৪
বাকপ্রবাস বলেছেন: আপুরা বলবে চাচা এসব কী বলে?
৫| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ দারুণ হয়েছে কাব্য।
কারো কারো জ্বলবে
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৫
বাকপ্রবাস বলেছেন: সিগারেট খাইলে কিন্তু রোজা ভাঙ্গেনা। আপুরা সেটা জানে
৬| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৯
নতুন বলেছেন: ধুমপান সবার জন্যই খারাপ। আমি নিজেও ধুমপান সহ্য করতে পারিনা। কিন্তু তাই বলে এভাবে নারী বলে ধুমপান করা খারাপ এবং তাকে অপমান করা হবে সেটার সমর্থন করিনা।
এখানে প্রকাশ্যে ধুমপান মুখ্য না বড় নারী হয়ে কিভাবে প্রকাশ্যে ধুমপান করে।
আর আপনি যদি এর প্রতিবাদ করে যেই নারী তাকে উদ্দেশ্য করে এই কবিতা লিখে থাকেন তবে কিছুই বলার নাই।
একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনিও সম্ভবত ঐ প্রতিবাদের উদ্দেশ্যটা বুজতে পারেন নাই।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৭
বাকপ্রবাস বলেছেন: আমি শুধু নাড়ি নিয়ে লিখিনাই ভুড়ি নিয়েও লিখলাম। নাড়িভুড়ি সবাইকে গোসল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাত মেজে তারপর ধুরমপান করতে হবে।
৭| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০৫
মায়াস্পর্শ বলেছেন: মুরুব্বিদের কে আরো সংযত হতে হবে এবং নিজের পরিবার পরিজনকে এদের সম্বন্ধে অবগত করতে হবে যে এরা অতি আধুনিক (নামে, কাজে নয় )। সমাজ এবং চক্ষু লজ্জা বলতে যে একটা বিষয় এখনো যা বাংলাদেশের ৯০ ভাগ পরিবার, গোষ্ঠী মেনে চলে এরা তার মধ্যে থাকতে চায় না।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৭
বাকপ্রবাস বলেছেন: আহা বেগ ডেইটেড রয়ে গেলেন দেখছি। রাস্তার মোড়ে বিড়ি টানতে হবে পচুর
৮| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৩
নিমো বলেছেন: একেবারে মেরে ফেলেন। করতে না চাইলেও গোসল হবে।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৯
বাকপ্রবাস বলেছেন: এতো কঠোর হবেননা, আরো দুটো দিন বিড়ি টানুক তারপর মরাধরা
৯| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪
নিমো বলেছেন: আমার কঠোর হবার কোন দরকার নাই। আপনার মত তৌহিদী জনতাই যথেষ্ঠ বিড়ির আগুনে মরা ধরানোর জন্য।
০৬ ই মার্চ, ২০২৫ রাত ১:১৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
১০| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ৩:২০
কাঁউটাল বলেছেন: জংলি ফেমিনিষ্টরা তাইলে গোসল করে না? হুম, নতুন তথ্য জানলাম।
১৩ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: মাঝে মাঝে করে হা হা হা
১১| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি ভেবেছিলাম আপনার কমেন্ট হবে , ভাল হয়নাই
আপনি আমার বন্ধু। তাই আমার মন্তব্যে রাগ করবেন না।
১৩ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৮
বাকপ্রবাস বলেছেন: হুম সেটা আমি অনুভব করি, আমি জানি আমি কোনটা বেলাইনি লিখেছি এবং আপনার কমেন্ট আসবে শুধরানো মূলক তায় কথাটা বলেছি
১২| ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: ছড়া লেখার জন্য আর কোন বিষয় খুঁজে পেলেন না?
২০ শে মার্চ, ২০২৫ ভোর ৬:১১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা মশকরা কারে লেখা
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৫৭
ধুলোপরা চিঠি বলেছেন:
মধুসুদন দত্তের মহাকাব্য