![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলে তুমি ভাল বাসতে পার আমাকে
যদি হাতে কোন কাজ না থাকে।
চাইলে তুমি হাসাতে পারো নিজেকে
যদি ভাল বাসো আমাকে।
চাইলে তুমি ভাসাতে পারো আমাকে
মহাশূণ্যে কিংবা উত্তাল সাগরে
যদি গ্রহণ কর আমাকে।
চাইলে তুমি যা ইচ্ছে করতে পারো মন যা চায়
মন কী চায়? যাচাই বাছাই করে যদি পার জানিও আমায়।
আমার কেবল তোমাকেই পেত মন চায়
যদি ভাল বাসো আমায়।
১২ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩
বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইযান।
২| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: কেবল হাতে কোন কাজ না থাকলেই শুধু আপনাকে ভালোবাসবে? অন্য কোন সময় নয়?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর এবং ভালো।