নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মুনাজাত

৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৫

ধরতে ধরতে হয়না ধরা,
ফসকে গেল শেষে।
মান-অভিমান দিলাম ঝেড়ে,
তোমার কাছে এসে।

ঠকতে ঠকতে যায়নি ঠেকা,
অতলে গেলাম ভেসে।
ধূলির মতো জীবন হেসে যায়,
তোমায় ভালোবেসে।

কত শতবার পাশ কেটে যাই,
অবহেলার মন ঠেসে।
হোঁচট খেলেই ফের তুলি হাত,
তোমার কাছে এসে।

ভুলগুলো শুধরে নেবার,
সময় গেল হেসে।
শূন্য হাতে কীভাবে যাই,
বল তোমার দেশে?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

সামরিন হক বলেছেন: ভরিয়ে দিক পেতে থাকা দু’হাত, স্রষ্টা ভালোবেসে।

৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৯

বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকে দিলাম, বউ দিল ঝারি, সেতো বুঝেনাই, প্রেমের কবিতা লিখা বারন তায় লিখিনা, এটা যে মুনাজাত তারে আর বুঝাতে পারিনা

২| ৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে।

৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন মুরুব্বি

৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৮

সামরিন হক বলেছেন: ফেইসবুকে দিলাম, বউ দিল ঝারি, সেতো বুঝেনাই, প্রেমের কবিতা লিখা বারন তায় লিখিনা, এটা যে মুনাজাত তারে আর বুঝাতে পারিনা
সমবেদনা রইলো! :#)

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৭

বাকপ্রবাস বলেছেন: B-) B-) B-) B-)

৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৫

যামিনী সুধা বলেছেন:



মুনাজাতের অনেক অভাব ছিলো, আপনি তা দিলেন বাংগালী জাতিকে।

আরবী শিখেনি আরব দেশে? বাংলায় মুনাজাত আ্লাহ তো বুঝতে পারবেন না।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৭

যামিনী সুধা বলেছেন:



২য় শ্রাণীর বাচ্ছার লেখার থেকেও নীচু মানের পদ্য আসছে ব্লগে!

৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৯

যামিনী সুধা বলেছেন:



বাংগালী বউরা একা সংসার চলায়, স্বামীরা আরব গিয়ে শিশু লেভেলের পদ্য লেখেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.