নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি-২

২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:২৪

১.
আগুন চোখে তাকালে যে
বন পুড়ে যায় দাবানলে।
কাহার আছে সাধ্য এমন—
নেভায় আগুন নয়ন জলে?

এমন চোখে তাকিও না
সূর্যমুখী ফুলের মতো,
সূর্যের চোখে চোখ রাঙিয়ে
ধার ধরেনা পোড়ার ক্ষত।

ঠোঁটের কোণে হাসলে কেন?
তুচ্ছতা কী জমেছে ঢের?
লজ্জাবতী গুটিয়ে যায়
আলতো ছোঁয়ার পরশ জের।

২.
নখের কোণে ফাঙ্গাস জমেছে ,
অবহেলা কোরো না, ওষুধ লাগিও নিয়মিত।
তোমার নখে ফাঙ্গাস মানায় না একটুও।
জানো তো, যত তুমি অবহেলা করো,
ততই সেটা তোমাকে আঁকড়ে ধরবে—
ঠিক আমার মতো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: ভালো। এবং সুন্দর।

২৮ শে জুন, ২০২৫ দুপুর ১২:১০

বাকপ্রবাস বলেছেন: আপনার ভাল সার্টিফিকেট পেলে ভাল লাগে

২| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: আমি অধম টাইপ মানুষ।
আমার সার্টিফিকেটের দাম আছে?

৩০ শে জুন, ২০২৫ দুপুর ১২:৫৮

বাকপ্রবাস বলেছেন: আপনাকে অধম বলে অধম সে নয়
লোকে যারে অধম বলে অধম সে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.