নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দাঁড়ি

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:০৯

সবাই চলে গেছে যে যার পথে,
পৌঁছে গেছে বাড়ি।
আমি চলি উল্টো রথে,
ক্ষণে ক্ষণে দাঁড়ি।

সবাই গেছে ঘুমে মধ্যরাতে,
জানালার পাশে ফুল–জোছনার গান।
আমার কেন ঘুম আসে না, ঘুম আসে না,
চঞ্চল হয়ে ওঠে প্রাণ।

কেন পড়ে মনে, কেন মনে পড়ে,
ঘুমঘুম চোখে—
কেন জল গড়ায়, কেন গড়ায় জল
বালিশের বুকে।

সবাই চলে যায়, সবাই যায় চলে,
যে যার বাড়ি।
আমি চলি উল্টো রথে,
পথে পথে দাঁড়ি।

গানটি শুনতে চাইলে ক্লিক করুন : song

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:২২

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

২| ৩০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

ওমর খাইয়াম বলেছেন:



আমি জানতাম যে, আপনার ভাবনাচিন্তা সঠিক নয়, ভুল পথে আছেন।

৩০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

বাকপ্রবাস বলেছেন: কী কারণে ধারণা পাল্টালেন?

৩| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৬

বাকপ্রবাস বলেছেন: ওটা গানেও প্রকাশ করলাম, লিংকে দেয়া আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.