নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

জুলাই, তোমাকেই চাই

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৩১

যখন মনে হবে— স্বাধীন বাংলা স্বাধীন আর নাই,
ঠিক তখনই, জুলাই, তোমাকেই চাই।
প্রিয় ছত্রিশে জুলাই, তোমার তুলনা নাই,
তোমার জঠরে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাই।

আর কত লাল চাই বাংলার পতাকায়?
বারবার হাতছাড়া কেন হয়ে যায়?
কেন বিকাই স্বাধীনতা দু’চার পয়সায়—
সিঁধকাটা দমনে, জুলাই, তোমাকেই চাই।

ঘরেঘরে, প্রতি ঘরে, জুলাইয়ের আলো,
জনে জনে, প্রতি জনে, পথে নেমে এলো।
একসাথে জেগে উঠি, একসাথে গাই—
এগিয়ে নিতে দেশ, জুলাই, তোমাকেই চাই।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু

২| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: জুলাইকে প্রতারনা দিবস হিসেবে চাই।

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৩

বাকপ্রবাস বলেছেন: লাবইউ রাজীব দা, হাসুর চেহারা ভাসলে মনে জুলাই দিয়ে কোপানো ছাড়া আর গতি নাই।

৩| ০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা মন্তব্য ঠিক না এটা কোন প্রতারনা ছিল না
এটা অহমিকা এক পশুত্ব বলেও ভুল হবে ক্ষমতার লোভে
নিরস্ত্র বুকে গুলি চালানো তাকে কি বলে রাজীব দা
জনগণ ভোট দিয়েছে কি জানি না আবার
এই জনগণ ক্ষমতা চাচ্ছে না
তাহলে খুন গুম গুলি করে ক্ষমতা থাকবেন

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন লিটনদা, রাজিবদা কে হাসু তাবিজ করেছে এই ঘোর কাটবেনা

৪| ০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৭

ওমর খাইয়াম বলেছেন:



জুলাই এসে গেছে, এই সময় আরবে কেমন গরম? উট এই সময় বেশী পানি খায়?

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৪:১১

বাকপ্রবাস বলেছেন: ইরানের পিডানি কেমন খাইলেন?

৫| ০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৪:২৭

ওমর খাইয়াম বলেছেন:



লেখক বলেছেন: ইরানের পিডানি কেমন খাইলেন?

-মোল্লারা কোরবাণীতে ওস্তাদ; ৯ উটের রাখাল জেনারেল প্রাণ দিয়ে ইরান রক্ষা করেছে।
আপনাকে মুক্তিপণের জন্য যেই লোক আটকায়ে ছিলো, উহা এখনো আশে পাশে আছে?

৬| ০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জুলাই নিয়া কয়েকজনের জ্বালাপোড়ায় আমরা শান্তি পাই। আপার যাদু কার্যকর আছে এখনো। যাদু নিষ্ক্রিয় করা যায় কেমনে কন তো দেহি

০১ লা জুলাই, ২০২৫ বিকাল ৫:২০

বাকপ্রবাস বলেছেন: আপা যতদিন বাচে মুখ বন্ধ হবেনা, দুর্গন্ধ বের হবেই, আপার সাপোর্টারদের তো আপার প্রভাব থাকবেই

৭| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:১১

নতুন নকিব বলেছেন:



কবিতা ভালো লিখেছেন। কিন্তু কবিতা কখন পড়ি! মন্তব্য পড়েই তো অস্থির!! হাসিনার শোকে কাতরগণের প্রতিক্রিয়া আনন্দের খোরাক!!!

০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:১০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা জুলাই এর হত্যাগুলো, আগুণে পোড়া লাশগুলো ওদের চোখে ভাসেনা, চোখ সিলগালা করা আছে

৮| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:২৯

বাকপ্রবাস বলেছেন: আম্রিকার নানার একটা কমেন্ট এর উত্তর দেয়া হয়নি, কী জবাব দেয়া যায় আমার হয়ে আপনি দিয়ে দেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.