![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ছেড়ে যেও না
দুচোখ যেদিকে যায়, আমাকেও সঙ্গে নিও।
একাকিত্ব আর ভালো লাগে না,
নিঃসঙ্গতার ক্লান্তিতে ফাঙ্গাস জমেছে ঢের।
আমাকে সঙ্গে রেখো নামাজে, মুনাজাতে,
ওযুর পবিত্র পানির মতো ভালোবেসো আমায়।
তোমাকে দেবার মতো কিছুই নেই আমার—
শুধু এই দারিদ্রতা ছাড়া কোনো সম্বল নেই।
তবুও, ছেড়ে যেও না আমায়, কোনোভাবে, কোনো মতে।
তুমি যখন বলো, আর পারছো না ঘানি টানা বৃত্তে—
আমার খুব কষ্ট হয়, কষ্ট হয়।
সামান্য পথ বাকি! হাত ছেড়ো না, ছেড়ো না হাত—
মাত্র সাড়ে তিন হাত, তারপর অনন্ত জীবন।
সেখানে পুষিয়ে নেব আমাদের সব অপারগতা।
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন লোকমানুষ।
২| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৯
লোকমানুষ বলেছেন: "আমাকে সঙ্গে রেখো নামাজে, মুনাজাতে,
ওযুর পবিত্র পানির মতো ভালোবেসো আমায়।"
.......আহ্! হৃদয় ছুঁয়ে গেলো লাইন দুটো।