![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইওর গেলে,
আমাকেও সঙ্গে নিও।
আমার দিন কাটে না,
আমার ঘুম আসে না।
জাহাজভরা গল্প শেষে
দু’টা লাইনের মেসেজ দিও—
আমাকেও সঙ্গ দিও।
মাঝে মাঝে নাইওর যেয়ো,
মাঝে মাঝে মেসেজ দিও।
মাঝে মাঝে গল্প শেষে
দু’টা লাইনের মেসেজ দিও—
আর আমাকেও সঙ্গে নিও।
আমার সকল কাজে,
আমার সকল চিন্তার ভাঁজে,
হৃদপিণ্ড আর বুকের খাঁজে—
ঠিকানা তোমার জেনে নিও।
আমাকেও সঙ্গে নিও,
আমাকেও সঙ্গ দিও।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৬
বাকপ্রবাস বলেছেন: নগদে ধন্যবাদ নেবেন সুজন ভাই
২| ০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন সৈয়দ কুতুব ভাই
৩| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সৈয়দ মশিউর রহমান ভাই
৪| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৫| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৯
Ademar বলেছেন: Dude Theft Auto is a crazy sandbox game with funny physics, tons of weapons and fun mini-games – do you want to destroy or relax?
https://1games.io/dude-theft-auto
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: funny
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬
নজসু বলেছেন:

ওকে প্রিয় ছড়াকার!