![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইওর গেলে,
আমাকেও সঙ্গে নিও।
আমার দিন কাটে না,
আমার ঘুম আসে না।
জাহাজভরা গল্প শেষে
দু’টা লাইনের মেসেজ দিও—
আমাকেও সঙ্গ দিও।
মাঝে মাঝে নাইওর যেয়ো,
মাঝে মাঝে মেসেজ দিও।
মাঝে মাঝে গল্প শেষে
দু’টা লাইনের মেসেজ দিও—
আর আমাকেও সঙ্গে নিও।
আমার সকল কাজে,
আমার সকল চিন্তার ভাঁজে,
হৃদপিণ্ড আর বুকের খাঁজে—
ঠিকানা তোমার জেনে নিও।
আমাকেও সঙ্গে নিও,
আমাকেও সঙ্গ দিও।
২| ০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬
নজসু বলেছেন:

ওকে প্রিয় ছড়াকার!