![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আমার ছেড়েছে হাত,
অতলে যাই তলে।
অসময়ে নাম লেখালাম
সাঁতার না জানার দলে।
হতাম যদি মাছ,
দিঘির জলে ঘর—
জল চুইয়ে জলের বুকে
আপন হলে পর।
হলাম তবু পাখি,
গাছের ডালে থাকি।
সে দেখুক জানলা দিয়ে—
আধেক জীবন ফাঁকি।
ছেড়া সুতোয় গিঁট লাগালে
পার করে না সুঁই।
আমার কাছে রাখা আছে—
আধেক জীবন তুই।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সৈয়দ মশিউর রহমান ভাই
২| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: ভালো।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৯
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ
৩| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: কেমন আছেন??
০৯ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫১
বাকপ্রবাস বলেছেন: ভাল আছি, দাড়ি রাখছিলাম আবার ফেলে দিসি হা হা হা হা
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।