![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(অণুগল্প)
আমরা যখন একসাথে কোথাও যেতাম, রাস্তায় পাশাপাশি হাঁটা হতো না কখনোই। আমার গতি সবসময় একটু বেশি। কিছুদূর গিয়ে আমি পেছনে ফিরে তাকাতাম—সে কোথায়, ঠিক আছে তো? ভিড়ের মধ্যে আলাদা হয়ে গেলাম কি না, তা দেখতে।
এই ঘনবসতির দেশে ফুটপাথে পাশাপাশি হাঁটার সুযোগই বা কতটুকু? মানুষের সাথে মানুষেরই ধাক্কা লাগে, আমরা কি করে একই গতিতে হাঁটব?
কিন্তু সে এটা বুঝত না। তার মনে হতো, আমি ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে চলি—জানাতে চাই না যে সে আমার স্ত্রী। প্রশ্নটা বারবার করত:
“তুমি রাস্তায় আমার পাশে কেন হাঁটো না?”
এভাবে বহু পথ পেরিয়ে গেছে।
আজ, সে পেছন ফিরে দেখে—আমি তাকে অনুসরণ করছি কি না।
আর আমি ছুটছি, তাকে ধরার আপ্রাণ চেষ্টায়।
মনে পড়ে—তাকে একটা বাড়ি বানিয়ে দিতে পেরেছি,
কিন্তু একটা ফুল দেওয়া হয়নি কখনো।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৮
বাকপ্রবাস বলেছেন: কেমন আছেন দাদা, একটা মনের কথা বলি, উমামার আম্মুর নিষেধ কবিতা লেখা যাবেনা, কারণ কবিতায় যেসব চিত্র উঠে আসে তাতে অন্য কারও প্রতি দূর্বলতা থাকতে পারে সেই লেখাটাই কবিতায় নিয়ে আসা হয়, সেটা সে মানতে রাজি নয়, তাই কবিতা লেখা বারণ, কথা দিয়েছি লিখবনা তায় অণুগল্প ধরার চেষ্টা করছি হা হা হা
২| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫০
লোকমানুষ বলেছেন: আপনার অনুগল্পটি পড়ে বুঝলাম জীবনের ছোট ছোট অভ্যাস আর ভুল বোঝাবুঝি কত গভীর দাগ কেটে যায়। পাশে হাঁটার সময় না পাওয়া, কিংবা একটা ফুল না দেওয়া —এসব হয়তো তখন তুচ্ছ মনে হয়েছে, কিন্তু সময়ের সাথে সেগুলোই সম্পর্কের ফাঁকগুলো স্পষ্ট করে তুলেছে! আসলে ভালোবাসা শুধু বড় বড় কাজের মধ্যে নয়, বরং প্রতিদিনের ছোট ছোট যত্ন আর মনোযোগের মধ্যেই লুকিয়ে থাকে।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১০
বাকপ্রবাস বলেছেন: আসলে বাড়ি বানাতে গিয়ে অনেক ইনকাম করেও সব ওখানে ঢালতে হচ্ছে, কিন্তু ছোটখাট অনেক কিছু এড়িয়ে যেতে হচ্ছে, অথচ মনে হয় এসব ছোট বিষয়গুলোতে বাড়ির সমান বা তার চাইতে বেশী আনন্দ বা প্রয়োজন।
৩| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ কিন্তু লইবেন খুব করে
৪| ১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৫
বিজন রয় বলেছেন: হা হা হা ............... কি শোনালেন!!
আমি ভালো আছি, তবে খুব ব্যস্ত।
১২ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঘটনা সত্য
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০২
বিজন রয় বলেছেন: বাহ! কিছুটা গদ্য কিছুটা কাব্য। দারুন লেগেছে।
কেমন আছেন?