![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফোবিয়া আর প্যানিক পেরায়ই বেশি বেশি দেখায় আমাদের; আনএক্সপেক্টেড ছিচুয়েশনও বেশি বেশি দেখাইতে পারে।
এই জে ধরেন, ডাকুশু’তে আমরা ছেরেফ শিবির দেখতেছি; শিবির বা জামাত নিজেরাও হয়তো শিবির দেখতেছে ছেরেফ। আশলে কি তাই?
ডাকশু’র জয়ে শিবির জতোটা আছে, ঠিক ততোটাই আছে শিবির মুলতবি রাখাও। মানে হইলো, ঐ প্যানেলের নাম ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থি জোট’, নট শিবির। ফলে তাদের জেই ইশতেহার, শেইটা শিবিরের পলিটিক্স না, বরং শিবিরের পলিটিক্স আপাতত মুলতবি রাইখা একটা মোর্চা পয়দা হইছে, এমন একটা মোর্চা বানাদার জরুরত আছে দেইখা শিবির মুলতবি রাখতেছে তাদের রাজনিতি। অনেকের ফোবিয়া আর প্যানিক ঐটারে নিতান্তই শিবির বানাইয়া দিছে, ফলে শিবিরের বাইরের বহু মানুশের চিন্তা আর কায়কারবারের ফশল জমা পড়তেছে শিবিরের ভান্ডারে!
এইখানে ‘ঐক্যবদ্ধ’ মানে হইতেছে ফেছিস্ট হাসিনা, বাকশাল আর ইনডিয়ান নেশনালিজমের বাছুর বাংগালি নেশনালিজমের বিরুদ্ধে বাংলাদেশের জনগনের ইউনিটির এজেন্ডা লইয়া আগানো–বাংলাদেশের নয়া ইতিহাশ আর বয়ান পয়দা হইয়া ওঠা, শিবির এইটারেই হিস্ট্রিকেল মওকা হিশাবে লুফে নিছে। এইটা নিতে পারতো ছাত্রদল বা বাগছাশও, তারা শেইটা নেয় নাই, তারা বাংলাদেশের জনগনের পলিটিকেল উইল’কে ডিনাই কইরা বাকশালি ন্যারেটিভে ফিরাইতে চাইছে বাংলাদেশটারে। ছাত্রদল বা বাগছাশ বাদেও বামেরাও নিতে পারতো, মোদি-বিরোধি মুভমেন্টে মেঘমল্লারের হাত ভাংগার ইতিহাশও তো আছে মনে হয়।
ছো, আমি বাংলাদেশের জনগন’কে মাথায় রাখতে কইবো; এই জনগন নিজের দরকারে ১৯৩৭ শালে শেরে বাংলারে বানাইয়া লইছে, ১৯৪৭ শালের জিন্না, ১৯৭০ শালে শেখ মুজিব, ১৯৯০ শালে খালেদা জিয়া, ২০২৪ শালে নাহিদেরে বানাইয়া লইছে; তেমনি ডাকশু’তে সাদিক কায়েম-জুমা-সর্বমিত্র। এরা দেশের জনগনের লগে এলাইন করছে বইলাই ইতিহাশের ঘটনা হইয়া উঠতে পারছে, জনগনের পোরতি দুশমনি করলে ফালাইয়া দেবে শেই জনগনই, মুজিবের মতোই। এরা কারিগর না, জনগনই বরং এদের কারিগর। অনেকে জেমন শেখ মুজিবেরে পাকিস্তান ভাংগার দায় দিয়া আশলে বাংলাদেশ পয়দা হবার কেরেডিট দিয়া দেয়, তেমনি শিবির থিকা বাইরায়া দেশের জনগনের লগে এলাইন হইয়া, নিজের নামে হাজির না হইয়া, আরো অনেকের লগে মোর্চা বানাইয়া একটা কালেকটিভ ন্যারেটিভের ডাকশু জয়টারে ছেরেফ শিবিরের জয় হিশাবে দেখাটা হিস্ট্রিকেল ভুল হবে, অতিতের বেশুমার ভুলের মতোই।
এস এম রেজাউল করিম (রক মনু) : ফেবু লিংক : FB
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
সোফা বানান, মেয়েদের খবর রাখেন, বাবা ব্যতিত মেয়েরা বড় হচ্ছে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০০
বিজন রয় বলেছেন: কপি পেস্ট দিলেন কেন?
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: আপনার আগের পোস্টিও এই ধরনের।