নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ফাদার তেরেজা

১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪


ফাদার তেরেজা হাতে নিয়ে চাবি,
সব তালা খুলে দেবে — এটা তার দাবি।
টুকটাক লুটখুন সব দলই করে,
তাই বলে কেন মিছে, “জেলে দাও ভরে”?

খুলে দাও তালা সব, আয় খোকা আয়;
ফেব্রুয়ারীর ব্যালটে ছাপ মারা চাই।
রাজাকারের দলটা যে হাংকিপাঙকি করে,
ইসলামাবাদ পাঠিয়ে দেবো — চটির বস্তা ভরে।

ইউনুস বেইমান তিরিংবিরিং নাচে,
সাদা পাতায় সই নিয়ে বসে আছে গাছে।
রাষ্ট্রপতি, ওয়াকার সাথে নিয়ে সবে,
জুলাইয়ের ভুতটাকে নামাতেই হবে।

সব তালা খুলে দাও, আয় তোরা আয়,
চেতনার ব্যবসাটা জমে উঠুক তাই।
দিল্লির সিগনালে চলবে এই দেশ —
বেশ, বেশ, বেশ, আহা— বেশ, বেশ, বেশ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: জামাত কয়টা মামলা করেছে লিগের নামে ? :)

১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: আম্মির সাবতো শুরুতেই কইসে মাফ খইরা দিসি, বান্দরের পিঠা ভাগ চলবে

২| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বাহ!!!
ভালো হয়েছে।

১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

বাকপ্রবাস বলেছেন: অনেকদিন পর লিখলাম, আপনি ভালো হয়েছে বলেও ভয় থেকে যায়, আম্রিকার চাচা এসে বলবে উটের দুধ এর খবর কী?

৩| ১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী গ্রেট ম্যান।
জ্ঞানী মানুষ। ভালো মানুষ।

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

বাকপ্রবাস বলেছেন: মডু বুঝেনা খালি ব্যান এর উপর রাখে :D

৪| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভোটের হিসাব। লীগ সমর্থকদের ভোট নেওয়ার নিনজা টেকনিক।

১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

বাকপ্রবাস বলেছেন: হুম। ছোট কর্মীদের সেইফ করে নিলে ঠিক আছে বড় অপরাধীরা রেহায় না পেলে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.