| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের টানে চিনারা সব আসছে দলে দলে
সাত রাজার ধন হাতে পেয়ে যাচ্ছে মন গলে
বাজল বিয়ের ঢোল
চ্যাপ্টার সাথে গোল
হেলেদুলে বউ নিয়ে যাচ্ছে জামাই চলে।
বাঁচাও বাঁচাও মা'রে
ঝিয়ে ডাক পারে
বেইজিংয়ে তার মন বসেনা কিল খাওয়া ফলে।
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৮
বাকপ্রবাস বলেছেন: খাইয়া আর কাম নাই, চিনা আইসা একটা একটা নিয়া যায়, আমগো বেড়িরা কই যায়, কেন যায় কিছুইতো জানেনা
২|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চিনারা আইসা কাম সাইরা চম্পট দিচ্ছে।
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: মনে হইতাসে অনলাইনে জামাই এর অর্ডার দিচ্ছে আর চলে আসতেসে
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: বাহ বাবাহ বাহ।
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
বাকপ্রবাস বলেছেন: আমাগো মাইয়াগো সাহস কমনা, বিয়া কইরা চিনে চলে যাচ্ছে, একটা চোরা হাদিস আছে শিক্ষার প্রয়োজন চীনে চলে যাও. এখন দেখি বিবাহের প্রয়োজনে যাইতাছে, গিয়ে অবশ্য শিক্ষা হইতাসে, তাদের সেখানে নিয়ে গিয়ে উত্তম মধ্যম চালাইতাছে আর বিক্রি করে দেবার অভিযোগও আসতাছে
৪|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: হুম।
২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৭
বাকপ্রবাস বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১
মো কবির আল মামুন বলেছেন: কি একটা অবস্থা!