| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক জিয়া আসছে বলে নাচো, গাও ফূর্তি কর,
খালেদা জিয়া কেমন আছে—অভাগার দল, বলতে পার?
ঢোলের তালে ভাবছে রুগী উঠিয়ে নাও—হায় খোদা!
কেন তুমি ভেড়ার পালের করতে গেলে দেমাগ জোদা?
শুনছি আবার ভারত নাকি দিচ্ছে তাহার সিকিউরিটি,
বিনিময়ে পলাতক লীগের চুক্তি বহাল—শিউরিটি।
করতে থাকো দেমাগে যা, খেলছে যেমন দুষ্টু খেলা,
দিগন্তরেখায় হাদী-প্রজন্ম—দু’দিন পরে বুঝবি ঠেলা।
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন প্রিয়জন
২|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১২
ধুলো মেঘ বলেছেন: ভেড়ার পালে যুক্ত হল আরো একখান ভেড়া
তার পালের সবগুলির তার এমন কেন ছেঁড়া?
থাকতে সময় দেখব কিবা এই জাতির ভালো?
আর কতোটা সময় গেলে ফুটবে ভোরের আলো?
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৮
বাকপ্রবাস বলেছেন: হাদী থাকলে ফুটতো আলো খুব তাড়াতাড়ি
আর দুটো দিন যাক তবে ফুটবে আলোর হাড়ি
৩|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে।
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯
বাকপ্রবাস বলেছেন: সম্ভবনা কম
দল হাসবে, দেশ হাসবেনা
কেউ হারাবে দম
৪|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩১
জ্যাক স্মিথ বলেছেন: ভেড়ার পাল না থাকলে নেতা হওয়া যায় না।

২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: আমরা শক্তি আমরা বল
আমরা ভেড়ার দল
৫|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা অসাধারণ হয়েছে। পোস্টে ভালোলাগা জানবে। ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
বাকপ্রবাস বলেছেন: এক দুই তিন
ভেড়ার পালের শুভেচ্ছা নিন
৬|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০১
নতুন নকিব বলেছেন:
ভালো লিখেছেন। ধন্যবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: সবকিছুই ভাবতে পারি দোষের কিছু নেই
আগে দেশমানুষ পরে অন্যকিছু আমি বাঁচলেই
বাপের নাম নয়- দেশপ্রেমিক কাকে বলে-
হাদি কিংবা সাইদ প্রামান করেছে রক্ত দাম নেই;