| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য শিশু জন্ম নিয়ে সদ্য খুলেছে আঁখি,
মা বলে, কথা দাও বাছা—হাদি হবে নাকি?
শিশুর মুখে কান্নার রোল, হাদি হবার দায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।
ঘরে ঘরে আজ হাদির বীজ, ইনকিলাবের সুর,
এই দেশ হবে ইনসাফের দেশ—নয় তো বেশি দূর।
হাত নাড়িয়ে কোলের শিশু মাকে দিল সায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।
পথ হারিয়ে ঘুরছে যারা, ছুটছে দিকবিদিক,
হাদি দেখায় চেনা সে পথ—এই দিক, এই দিক।
মা ছাড়ে হাত, এগোয় শিশু গুটিগুটি পায়,
বাবা বলে, সাব্বাস হাদি—বুকে আয়, বুকে আয়।
২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: জ্বী ধন্যবাদ। আওয়ামী প্যাটার্ন যুক্তিগুলো আমি এড়িয়ে চলি। সহমত বলে পা বাড়াই। আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই হাদী বস্তির পোলা খুব খারাপ।
২|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দারুণ।
আমি আপনার কবিতাটি নিয়ে দুইটি গান বেধেছি।
আশা করি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১১
বাকপ্রবাস বলেছেন: এটাতো আমি সম্মানিত বোধ করছি, কৃতজ্ঞতা জানবেন এবং ভালবাসা
৩|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইনকিলাবের বীজ ০১ঃ ভার্সন - ১
ইনকিলাবের বীজ - ২ঃ ভার্সন - ২
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: দারুণ হয়েছে। ইনকিলাবের বীজ ০১ঃ ভার্সন - ১ টা বেশী ভাল লেগেছে। আমি কিন্তু ফেইসবুকে শেয়ার করব, আপনার অনুমতি নিয়ে রাখলাম
৪|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হয়েছে শাইয়ান ভাই
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@ছবি আপু - ধন্যবাদ নিরন্তর।
৫|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ লাগলো
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: সত্যপথিক শাইয়্যান এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে রাখলাম
৬|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@ছবি আপু - ধন্যবাদ নিরন্তর।
৭|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: গরিবের ছেলেরা গাছ লাগায় আর ধনীর ছেলেরা ফল খায়।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২০
বাকপ্রবাস বলেছেন: হেলিকপ্টার আর বর্ডার পার হয়ে যারা পালাই গেল তারা সবাই ধনি ছিল............
৮|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২১
বাকপ্রবাস বলেছেন: বুকের বা পাশে ব্যাথা অনুভব করার কথা, কারণ হাদি রাজাকার
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তার কথার যে ছিরি এমন মুখের ভাষা এ জাতি আগে কখনো শুনেনি।
বস্তির কোন মানুষের মুখের ভাষাও তার মুখের ভাষার চেয়ে সুন্দর।