![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি একদম নিজের, এক্কেবারে আপন...তাই-ই হয়ত থাকে to-do list এর এক্কেবারে শেষে !
সাগরের ওপাড়ে যে দেশ,
পাথরের আয়না আকাশ,
তোমার জানালা কি তার পাশে?
আমার বৃষ্টিতে যে কাক ভিজে একশা
তোমার রৌদ্রে সে কি জল মোছে?
কৃষ্ণচূড়ার ভাঁজে পাঠিয়েছিলাম চিঠি
উড়ে গেছে? তাই কিনা পাওনি
বৃষ্টির সাথে মিছে অভিমান করি শুধু
কেন তুমি উত্তর দাওনি...
ক্লান্ত ডানায় কাক ফিরে এসে জানালো
তোমার জানালা ছিল বন্ধ,
চোখখোলা তুমি নাকি বেঁচে আছ দিব্যি
মনটাই শুধু নাকি অন্ধ।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
সাদিয়া আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
সোহেল আহমেদ পরান বলেছেন: পাথরের আয়না আকাশ,
সুন্দর প্রকাশ
মনটাই শুধু নাকি অন্ধ।
মুগ্ধতা
শুভেচ্ছা নিন