![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি একদম নিজের, এক্কেবারে আপন...তাই-ই হয়ত থাকে to-do list এর এক্কেবারে শেষে !
কদমফুল আমার তেমন প্রিয় নয়
হাত নেই, পা নেই, কেমন ফুল
ফলের মতন থোকায় থোকায় ঝুলছে...
তবু, তোমার প্রিয় তো, তাহলে,
আমরা একটা কদমগাছ লাগাবো।
প্রতিবেশীরা সালিশ করবে? করুক,
পুলিশের কাছে নালিশ করবে? করুক!
তবু আমরা একটা কদমগাছ লাগাবো
তিনতলার বারান্দা সমান উঁচু,
আমাদের আকাশ সমান ছড়ানো।
বাস্তবে নয়? আচ্ছা, তবে কল্পনায় লাগাবো!
গাছ আমরা লাগাবোই ঠিক!
আমাদের থাকা-না থাকা জীবনে
তবে তোমাকে আর একা থাকতে হবেনা ...
ঝুম বৃষ্টিতে ঘুম ভাঙলে হঠাৎ
জেনো তুমি ঘরেই আছো।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
সাদিয়া আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০
সোহেল আহমেদ পরান বলেছেন: তবু, তোমার প্রিয় তো, তাহলে,
আমরা একটা কদমগাছ লাগাবো।
খুব ভালো লিখেছেন।
শুভেচ্ছা রলো