নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার চেষ্টায়..

সাদিফ সৈকত

জগতের সবচেয়ে সাধারন মানুষ গুলোর আমি একজন, আর যার জন্যে অনেক বেশি ঠকতে হয়। তবে মাঝে মাঝে মনে হয় ঠকাতেও অনেক আনন্দ।

সাদিফ সৈকত › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার অধিকার!!

২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১




ভালবাসার মানুষের স্বাধীনতা হরণ করা একদম ই ঠিক না।

অনেকে দেখি, নিজের ভালবাসার মানুষের personal life এর বেশি ভাগ ব্যাপারে বাঁধা দিতে, আর নিজের ইচ্ছা মত, তাকে চালাতে। but মনে রাখবেন, যে আপনাকে really ভালবাসে, সে আপনার জন্য সব ছাড়তে রাজি থাকবে।

আপনি তার ওই দুর্বলতা কাজে লাগাই, তাকে care করার নামে, তার স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। তার ক্ষতি হচ্ছে, এমন কোনো ব্যাপার ছাড়া তাকে কোনো কিছুতে বাঁধা দেবেন না।

তাকে তার মত চলতে দিন, তার মন যা চায় তাই করতে দিন। সে আপনাকে ভালবাসে তার মানে এই না যে, সে আপনার জন্য তার মনের সব চাহিদা বিসর্জন দেবে। আর আপনি যদি ওটা মনে করে থাকেন, তাহলে সেটা আপনার ভুল।

আর হে, আজ আপনি তাকে বাঁধা দেবেন, তাহলে সে মনে কষ্ট নিয়ে, ওটা মেনে নেবে। আর পরে যখন আপনার বেলায় সে ও, ওই ভাবে আপনাকে বাঁধা দেবে, তখন আপনি ওটা মানতে পারবেন না। তারপর, লাগবে ঝামেলা ২ জনের মধ্যে।

মনে রাখবেন, ভালবাসার মানুষকে কষ্ট দিয়ে, তার মনের বিরুদ্দে কাজ করে, সব নিজের ইচ্ছা মত চালিয়ে, কখনও happy হয়া যায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.