নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

প্রতিমূহুর্তের সংগী দূরের পাহাড়।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮


দূশ্যপট:-(০৮)
দূরত্ব..........
দূরে অনেক দূরে নীল আকাশের নীচে একটি পাহাড়
দেখা যায়।আমার দোতলার বারান্দা দিয়ে রোজ দেখি
পাহাড়টাকে।মাঝে মাঝে সাদাকালো মেঘও জমতে
দেখি ওই দূরে থাকা পাহাড়টাতে।ঝাঁকে ঝাঁকে পাখি
উড়ে যেতে দেখি পাহাড়টা থেকে।পাহাড়টার ঠিক
চূড়ার উপরে একটি ছোট্ট মসজিদ।দূর থেকে
অনেকগুলো ছোট ছোট ঘর দেখা যায় ওই পাহাড়টাতে।
সূর্য অস্ত যাওয়ার পর যখন ওই পাহাড়টায় থাকা সেই
ছোট্ট ঘর গুলোতে আলো জ্বলে উঠে তখন পাহাড়টাকে
আমার অনেকটা রাতের তারাময় আকাশের মত মনে হয়।
কিন্তু আমার আকর্ষন এর কেন্দ্রবিন্দু এই পাহাড়টাকে
আমার কখনো বিরক্তিকর মনে হয় না বরং আগের মতই
সুন্দর মনে হয় সেই আগের মতই আকর্ষনীয় লাগে।যত দিন
যাচ্ছে নতুনত্ব খুজে পাচ্ছি আমার প্রতিমূহুর্ত এর সাক্ষী
এই পাহাড়টাতে। কিন্তু আমি জানি অনেক দূর থেকে
দেখি বলেই পাহাড়টা আমার কাছে এত সুন্দর এত
আকর্ষণীয়।তবে যেদিন আমি পাহাড়টার কাছে যাব
যেদিন সব দূরত্ব ভেঙে যাবে সেদিন আমার মনের মাঝে
পাহাড়টাকে নিয়ে জমে থাকা সব রহস্য সব সুন্দরতা সব
নিরবতা সব আকর্ষণ ও শেষ হয়ে যাবে।যতদিন দূরে আছে
পাহাড়টা ততদিন আমার কাছে রহস্যময় অামার কাছে
সুন্দর!
ভালোবাসা দূর থেকে গভীর হয়!
ছবি:-নিজের ক্যামেরা দিয়ে তোলা|

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল লিখেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ,লেখাটি পড়ার জন্য শুভ কামনা রইলো আপনার জন্য!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

নজসু বলেছেন:



খুব ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ নজসু ভাই

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ,আপনি সবসময় আমার পোষ্টে মন্তব্যে করেন,কৃতজ্ঞ থাকিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.