নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

প্রিয় গুলমোহর।

১৫ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৭


চিরকুট ০৫
তারিখ:২ বৈশাখ,১৪২৬ বাংলা,
প্রিয় অবগুন্ঠিতা Delonix Regia.
পএের পএারম্ভে জানাই গ্রীষ্মের দাবদাহ গরমে এক ঝুড়ি কাচা আমের শুভেচ্ছা।
ক্লান্তিময় এই ভরদুপুরে কাঠফাটা গরমে কোন এক Royal painconia গাছের নিচে বসে তোমাকে লিখছি।
অগ্নির মিছিলে গ্রীষ্মের উচ্ছাসে রোদেলা দুপুরে তোমাকে খুব মনে পড়ছে।
কেমন আছ জানতে চাইনা,তুমি ভালো আছো বলেই প্রশ্নটা তুলে নিলাম।
গ্রীষ্মের এই মুগ্ধময় শুকনো আকাশে আমি যেন মেঘপুঞ্জ, তোমার শহরে আমি যেন অচল পয়সা নীলকান্তিকা। আগমনি নতুন সন্ধ্যায় ভালবাসা বাড়ানো আবেগ,কোন বৃথা অজুহাত নয়।তোমাকে বড্ড ভালবাসি।
ক্লান্ত এই তপ্ত গরমে হঠাৎ একদিন এক পশলা ঝুম বৃষ্টি দিয়ে ঝুপঝাপ নেমে পড়বো তোমার শহরে।
অপেক্ষা রক্তের স্রোতোবহে মিশে একাকার বুঝিনি,এখন জানি আমি প্রেম মানে কি?
ভালবাসা বাড়ানো আগুনে আমার বৃথাসব বিরক্তিভাজন কবিতার প্রতিটা লাইন।
আমি আগন্তক কোন কল্পপিয়াসী কবি।
চিলেকোঠার স্বপ্নে প্রহেলিকার মৃত্যু ক্ষণে আমি আজ বহুদূর, জীবন যেখানে যেমন ইচ্ছেমতন,
বুঝিনি কি যে আছে ভালবাসায়।
মেঘ ভাঙানো হৃদয়ে ভালবাসা আমার পরাজয় জয়ের অনুভূতি।
হৃদয়ে তোর প্রেমাস্পদ একবার না বহুবার দেখা দিয়েছিলো একাকীত্বে। আমি নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে বিশ্লেষণ করেছি তোর জন্য,দ্বিধায় আজন্মকাল পুড়ছি।
শত ঘুমের ঘোরহীন তোর আচ্ছন্নতায় নেশায় কাটে রাতের সিংহভাগ, অচেনা পুরনো ব্যাধি আমাকে ঘিরে বসে আছে।স্বপ্নেরা পালিয়ে গেছে শহর ছেড়ে এ স্বপ্নবিলাসীর চোখ থেকে যেন বহুদূর।
তোমায় ভালবাসি এটুকুই জানি।
তোমার প্রতি ভালবাসা কেবল বেড়েই চলেছে,আমি হার মেনেছি তোর অবহেলার তপ্তদহে।
তবে পারিনি ঘৃণার বিষ ঢেলে দিতে তোমার-আমার সম্পর্কের চাদরে।
যদি তুমি পুড়ে যাও এই ভয়ে।
তোমার চোখ আর সুদীর্ঘ অলিক আমার যে ভীষণ ভীষণ পছন্দ
পরিণীতা খাঁপছাড়া ভেজানো তোমার স্বপ্নে আমি বিভোর হতে পারিনা কদিন,ভালবাসা যেন তোমার চোখের আকুতি আমার মন বলে। বেখেয়ালী মনের অন্তরালে তোমার সুর ছড়িয়ে বেচেঁ থাকাতে আমি দিনে দিনে অভ্যস্ত হয়ে উঠছি।
মেষবিলাসী মনের দুয়ালে স্বৃতির দীর্ঘসূএীতার হাস্যকর উপস্হিতি আমাকে আঘাত করে,সেই আঘাত সইতে আমার ভাল লাগে।
অদৃষ্টের পরিহাস মেনে নিয়েছি নিয়মে অনিয়মে।
অবুঝ মনের ঠিকানায় তুমি জড়িয়ে থাকবে। তিক্ত সম্পর্কের এ দেয়াল আমার চোখে জল নামিয়ে এনেছে বহুবার, তুমি হয়ত দেখনি অভিমানী।
ভেবেছিলাম তুমি দাঁড়িয়ে থাকবে রক্তিম জবা ফুল হাতে নিয়ে কোন গুলমোহর গাছের নিচে।
সে ভাবনারা তার কক্ষপথ খুজে পায়নি। সম্পর্কের সন্ধিবিচ্ছেদে আজ আর নয়,তোমার জন্য এক গুচ্ছ কবিতা থেকে দুটি লাইন দিয়ে আজ ইতি টানবো এখানেই

বাগানের সব ফুল তোমার জন্য,

হৃদয়ের যত ভালবাসা উজায় করে,

বুঝি তোমার তরে আমার জন্ম।

আচমকা চোখের পাতাতে জল ছাপিয়ে এলো,এ যেন সুখের অনুভূতি।
এ সুখেই যেন আমি আমার অপেক্ষার ইতি টানবো কোন এক বসন্তে ওহে আমার বাসন্তিমালা।
ইতি:-
তোমার স্বপ্নচোর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি কি নিমাই সাহেবের মেমসাহেব বইটা পড়েছেন?

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৫

মেঘ প্রিয় বালক বলেছেন: না,,কেন ভাই?

২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা অত্যান্ত মনোমুগ্ধকর!

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.