নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

নব অভিধা ব্লিডিং হার্ট।

১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২১


প্রিয় ব্লিডিং হার্ট
চিরকুট:- ০৭
৪ বৈশাখ,১৪২৬ বাংলা।
প্রিয় বহুরূপি ব্লিডিং হার্ট (Bleeding heart)
পএের পরাম্ভকালে জানাই খড়খড়ি জানালার তস্করে আসা এক সুদীর্ঘ রজনীর জোৎস্নাময় রাতের কলিজা শীতল করা প্রীতি ও শুভেচ্ছা। রাত আজ মেলা বসিয়েছে জোৎস্না ভরা চাঁদের আলোয়।
মেঘভাঙা চাঁদের আলোকবর্ষণে দক্ষিণ জানালার ভাঙাচুরা টেবিলে বসে তোমায় লিখছি।
কেমন আছো বহুরূপি ব্লীডিং হার্ট?
আমি ভালো নেই? ভালো না থাকার অহেতুক কারণ খুজেছে মস্তিষ্কচালনায়। উওর দিতে ব্যর্থ হয়েছে সে। পএের শুরুতে বহুরূপি সম্মোধনে তুমি রাগ করোনি তো?
তোমাকে বহুরূপি বলার ও অনেক কারন রয়েছে।
হৃদয় আকৃতির তোমার রুপের লাবন্য এতোই সুন্দর যে একবার দেখলেই মনের ভিতর হাতুরি ঠুকার মত গেথে যাবে তুমি।
তোমার ঐ রূপ যেন মনের গহীনে তীক্ষ্ণ আঘাত।
তোমার জন্য প্রদীপ জ্বালিয়ে স্বর্গদুয়ারে থাকবো জনম জনম তোমার অপেক্ষায়।
তোমাকে আলপনা করে চোখের সামনে ধরলে অন্য রুপে দেখা যায়, তখন আমি তোমাকে বলি লেডি ইন বাথ।
উর্বশী তুমি যেন কেমন ম্রীয়মান।
হৃদয় আকুতির নয়নে চেয়ে থাকি তোমার দিকে।
তোমার ঐ ঠোঁটে লেগে আছে ধ্রুব সুখ।
ওহে প্রণয়িনী, আমার ভেজা প্রান্ত অধরের দিকে।
তন্দ্রাচ্ছন্ন ঘোরে আমার অশ্রুবহমান।
কল্পনার আলপনার তুলি দিয়ে যতবারয়ি আমি তোমাকে রূপ দিতে গিয়েছি,ততবারয়ি আমি পরাজিত হয়েছি সর্বনাশগ্রস্ত ট্রয় নগরীতে।
তোমাকে চেয়েছি প্রার্থনার জায়নামাযে,চেয়েছি এক পশলা বৃষ্টির দিনে,ধরতে চেয়েছি শীতের কোন সকালে।
কিন্তু কোন মৌসুমপর্বেই তুমি ধরা দাওনি।
তোমাকে না পাওয়ার এ শূন্যতার প্রতিশোধ একদিন ঠিকি তোমার-আমার সমরে চুকিয়ে নিবো।
তোমার মনের ঐ আন্তঃনগর ট্রেনে শোভন কেদারায় আমি একদিন নিশ্চই জায়গা করে নিব।
আধখানা চাঁদটা আমার আকাশে মুখ গোমরা করে আছে তোমাকে লিখা চিঠির শব্দচয়নে।
ক্লান্তিমাখা আমার লোচল সুপ্তি চায়। শীতল হিমবাহে আমার কায়া বিশ্রাম চায়।
মস্তিষ্কের আনাকানাচে লুকিয়ে থাকা শব্দগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে।
আজ আর নয়,এখানেই ইতি টানবো।
কোন এক বসন্তের মেঘো মিলনে নীরবে নির্জনে নিভৃতে আমার উড়োচিঠির সোপান তোমার ঠিকানার প্রাপক হবে কবে???
ইতি:
তোমার ঘূণিত ধ্রুবতারা
ছবি :-নিজের মোবাইল দিয়ে তোলা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

২| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৯

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগ আর আবেগ থেকে সুন্দর কথমালা।

১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ চিরকুট পড়ার জন্য।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরিপূর্ণ আবেগের মিশেল আপনার কথামালায়।

১৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মেঘ প্রিয় বালক বলেছেন: হৃদয়ের গহীন স্বর্ণকুটির থেকে আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.