নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

আমি কেন লিখি?

৩০ শে মে, ২০১৯ বিকাল ৫:০১


এই যে বেদনাময় রাত-বিরেতে কষ্ট লাগে,
বুকের ভেতর পাজর ভাঙে
জলোচ্ছাস,সাইক্লোনে নৌকা ডুবি,জাহাজডুবি কেউ দেখেনা।

কেউ দেখেনা মন পড়ে রয় খরতাপে,
আকাশ কাঁপে, দুনয়ন বেয়ে অশ্রু পড়ে,বেদনা ভুলার অভিশাপে,
কেউ দেখেনা।

কেউ দেখেনা বুকের চাতাল
ভেঙে পড়ে অবহেলায়
কেউ দেখেনা দুঃখগুলো খুব
যতনে স্বপ্ন করে,
তোলে রাখি।
সবাই দেখে লিখতে থাকি
এখন বল,কেন লিখি?

১১ জেষ্ঠ্য ১৪২৬ বাংলা

ছবি:-নেট থেকে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: কিছুটা না হয় আড়াল থাক । তবেই এতো ভালো লেখা পাওয়া যায় ।

শুভকামনা

৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ নীলপরি সুন্দর একটি মন্তব্যে করেছেন। কিছুটা না হয় আড়াল থাক। আড়াল করলে নিমিষে ফুটবেনা ফুল। সালাম ও দোয়ার দরখাস্ত করিলাম।

২| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল্পরী আপার কথা ঠি।
লেখা সুন্দর হয়েছে

৩০ শে মে, ২০১৯ রাত ৮:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: তার মানে আপনার কাছেও কোন উওর নেই কাজী ফাতেমা বোন। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুুক। আমিন

৩| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মুক্তা নীল বলেছেন:
সুন্দর হয়েছে লেখাটা ।

৩০ শে মে, ২০১৯ রাত ৮:৫৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল,প্রশ্নের উওরটা রয়ে গেছে।

৪| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:৩৭

বলেছেন: কেউ দেখে না ---------------



সুন্দর++

৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ল,,,,,সত্য বলার জন্য।

৫| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:১৮

বলেছেন: দুঃখগুলো আড়াল করতে লিখি --------------

৩০ শে মে, ২০১৯ রাত ১১:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার বাগানের ফুটন্ত টগবগে লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় ল,,,,,,,,,উওরটা অনেক কাছাকাছি।

৬| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি একজন লেখক, এ কথা জানানোর জন্য লিখছেন, মনে হয়!

৩০ শে মে, ২০১৯ রাত ১১:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদগাজী,মন্তব্যে করেছেন দেখে খুশি হলাম,আমি একজন লেখক,এ কথা জানানোর জন্য লিখি না প্রিয় চাঁদগাজী ভাই।

৭| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: নিজের মনের কথা গুলো লিখে ফেললে হালকা লাগে। তাই লিখেন।

৩০ শে মে, ২০১৯ রাত ১১:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নূর,খাঁটি কথা বলেছেন,নিজের মনের কথাগুলো লিখে ফেললে হালকা লাগে,একদম সত্য কথা বলেছেন।

৮| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: জীবনের সব কথা রবে না গোপনে। ‌

শুভকামনা জানবেন।

৩০ শে মে, ২০১৯ রাত ১১:১৮

মেঘ প্রিয় বালক বলেছেন: শুভকামনার জবাবে ভালবাসা জানিবেন,বাহারি ফুলের ঘ্রাণের শুভেচ্ছা আপনার তরে। জীবনের সব কথা রবে না গোপনে,দামী একটি বাক্য মন্তব্যে বরেছেন।

৯| ০২ রা জুন, ২০১৯ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: এমন অনেক কথা আছে যা মুখে প্রকাশ করা যায় না কিন্ত লিখে প্রকাশ করা যায়।

কবিতা সুন্দর হয়েছে ।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৪:৫২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ওমেরা,খুব মূল্যবান একটি মন্তব্যে করেছেন। আপনার ছোট একটি বাক্য অনেক কিছু বুঝায়। শুভকামনা নিরন্তর।

১০| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৪:৫৪

বৃষ্টি বিন্দু বলেছেন: লিখনি হলো কবির খাদ্য।
আর যা আড়াল থাকে তা আড়ালে থাকতেই সুখ পায়। এমন কোন মানুষ নেই যার গহীন ভাবনা, সুখ দুখ, ভালোবাসা, অনুভূতির বেশির ভাগই আড়ালে না থাকে। তাই আড়ালরা আড়ালেই থাকুক। আর লিখবেন কবি খাদ্যের জন্য.. :)

০৩ রা জুন, ২০১৯ রাত ১০:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার মন্তব্যে পড়ে ভিতরটা আলোয় ভরে গেল। ভালবাসা জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.