নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বিলাস

১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৭


তারিখ:২৮ জ্যৈষ্ঠ ১৪২৬ বাংলা

শ্রাবন সন্ধ্যায়, টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টি।
একলা ঘরে মোমের আলোয়,
সঙ্গী করেছি তোমার রূপের মায়া।
লিখতে ইচ্ছে করছে অনেকরূপ,
কিন্তু মনের গল্পরা হারিয়ে গেছে বহুদূর।

বেহিসাবি মনের টালমাতাল আবেগ,
প্রবঞ্চিত হয় রোজ তোমার শহরে।
আমার টিনের চালের দক্ষিণা কোন ঘেষে,
কেন তুমি ঘর বাধিলে কে জানে?
তোমার সাথে ভাব জমেছে বেশ,
তোমায় ছাড়া এখন সন্ধ্যা হয় না শেষ।

গোলাপের বাগান থেকে ঐ শোনা যায় ডাহুক পাখির মিষ্টি ডাক,
সন্ধ্যার অন্ধকারে মেঘের নায়ে দুলছে বাঁকা চাঁদ।
তারাদের সাথে আমার কানাকানি,
আমার সাথে কেন তোমার লুকোচুরি?
আমার চোখের বিলাস চোখের পরেই রয়।

শ্রাবনের এই সন্ধ্যা বৃষ্টিতে তুমি ছাড়া,
আমার আলাপের সাথী হবে কে?
মন ছুটেছে মন থেকে ঐ বিরাজ বাসরে,
তার নেই কোন তীরের টান,
মরিচিকায় গড়ে আপন স্বপ্নজাল।

কিছু গল্পেরা লেপটে দিয়ে যায়,
জিবন নদের না আসা ভালবাসার পিছুটান।
ছবি ক্রেডিট : নাফী সামী,ফেসবুক ছবিয়াল গ্রুপ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

২| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

পবিত্র হোসাইন বলেছেন: কল্পনা শক্তি অনেক প্রখর।

১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালবাসা জানিবেন পবিত্র হোসাইন ভাই,সুন্দর মন্তব্যে মনে আনন্দের দোলা দেয়,অজ্ঞ বালকদের কল্পনা শক্তি যেমন হয় আর কি!

৩| ১২ ই জুন, ২০১৯ রাত ৯:৫৮

নজসু বলেছেন:



ভালো লাগা।

১২ ই জুন, ২০১৯ রাত ১১:৩২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ জানিবেন জনাব

৪| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৪:১১

রাকু হাসান বলেছেন:

৪/১০

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৩

মেঘ প্রিয় বালক বলেছেন: পাশ নাম্বার পেয়েছি তাহলে রাকু হাসান। ধন্যবাদ আমার কবিতা রেটিং করেছেন দেখে একটা অনুমান করতে পারলাম কেমন কবিতা লিখি আমি।

৫| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৫১

হাবিব বলেছেন:
আমি বৃষ্টিরে বলি তুমি থেমো না থেমো না........
এটাইতো তাকে আটকানোর বাহানা

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লেখকরা মন্তব্যও করেন অনেক সুন্দর করে। ধন্যবাদ প্রিয় লেখক।

৬| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টির কবিতা ভালো লাগলো

১৩ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় বোন কাজী ফাতেমা ছবি। কবিতা লিখা অনেক কঠিন,লিখতে বসলেই তা হাড়ে হাড়ে টের পাই। পরবর্তী কবিতা আপনাকে উৎসর্গ করা হবে। প্রতিবাদী লেখকের কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.