নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।
লিখেছেন: মোহাম্মদ শাহাদাত হোসাইন।
আমি তোমার ওই অন্ধকার গলিতে আর আসবো না,
যেখানে প্রেমের নামে চলেছে সাঙ্গলীলা।
ওখানে আমার ছায়াও পড়বে না,
যে ছায়া ইতিপূর্বে আমাকে করেছে দূষিত।
আমি আর কোনো গান গাইবো না,
তোমাকে নিয়ে কোনো কবিতা লিখবো না।
জলভরা চোখে তোমার দিকে না তাকিয়ে;
আকাশের নীলিমার দিকে তাকাবো।
আমার হৃদয়ের আকুতি, আবেগ মিশ্রিত শক্তিশালী কথা,
সবই যেন আগুনের শিখায় ভস্ম।
তৈলহীন প্রদীপের মতো এক নিমিষেই নিভে গেল।
আমার বেদন কত নির্দয়!
সে বেদন যদি সবুজ শ্যামল কোনো বৃক্ষকে সপে দিতাম,
সে বৃক্ষ পুড়ে ছাই হয়ে যাবে।
যদি কোনো নদীতে ঢেলে দিতাম,
সে নদীর মিষ্টি পানি বিষাক্ত হয়ে যাবে।
নদীর সকল মাছ সে বিষক্রিয়ায় মারা যাবে।
অথবা রাতের আকাশে যদি মেলে ধরি,
আকাশ ভরা জোৎস্না দপ করে নিভে যাবে।
যে বিষাক্ত বেদন আমি আমার ভেতর নিয়ে বয়ে বেড়াচ্ছি,
তা কত বিবর্ণ, কত করুণ, কত বেদনামাখা,
নীচের ঠোঁট কামড়ে ধরে, দরদর বিগলিত ধারায় অশ্রু ফেলে বহিঃপ্রকাশ করতে পারবো না।
আমি তোমার ওই অন্ধকার গলিতে আর আসবো না।
কারো কারো জন্য ভালোবাসা আসে না,
সর্বস্র বিসর্জন দিয়েও কেউ কেউ ভালোবাসা পায় না।
ভালোবাসার পিছনে দৌড়াতে গিয়ে সে তার পূর্বের সুখটাও হারিয়ে ফেলে।
ফালি ফালি করে তাকে চির করে,
আদিম ভয়াল নিকষ কালো রাতে তার দুর্জয় অহেতুক কান্নার বেগ।
পুরো পৃথিবী ক্যাপসুল করে খায়িয়ে দিলেও সে কান্না থামবে না।
আমি তোমার ওই অন্ধকার গলিতে আর আসবো না।
বৈশাখ জোষ্ঠ পেরিয়ে যাবে,
শত ঝড়-ঝাপ্টা বইবার আমার জীবনের উপর দিয়ে বয়ে যাবে।
বেদনভরা বৃষ্টি থামবে না।
আমি তোমার ওই অন্ধকার নগরীতে আর আসবো না।
ছবি: আমার তোলা।
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৯
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: ভালো লাগা আপনার কবিতায়।
২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রইলো।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪০
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: লিখে যান, আরো ভালো কিছু হবে একদিন। শুভ কামনা রইল।
২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ। চেষ্টাশীল।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।