নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাহ বাংলা

েমাঃ সাইফুল ইসলাম (িডপ.ইন.েটক্স

কথা ছিল লিখে যাব অনেক দিন ধরে, অথচ কথা রাখতে আমিও পারিনি। লিখতে থাকা ছেলেটা আজো লেখক হয়ে উঠল না।

েমাঃ সাইফুল ইসলাম (িডপ.ইন.েটক্স › বিস্তারিত পোস্টঃ

ধর্ম বনাম মানব ধর্ম এবং মানুষের জীবন প্রক্রিয়া

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

জীবন ধারনের প্রয়োজন হয়েছে বিধায় মানুষ শুধু মাত্র খাবার খেয়ে বিনা বস্ত্রে কিংবা বিনা সম্ভ্রমে দিন কাটিয়েছেন। এটা সবখানেই হয়েছে। যুগে যুগে নানা মহাপুরুষ এবং মহা মানব এসেছেন। সকলেই যার যার আশ পাশের নির্মম সত্যকে তুলে ধরেছেন যা অনেকের কাছেই ছিল গ্রহন যোগ্য। মানব মহামানব সব শ্রেনীর মানুষের কাছে একটি প্রশ্ন উদয় হয়েছে “এই জগতের স্বামী কে?” তখন আল্লাহ অথবা সৃষ্টিকর্তা কিংবা একেক ধর্ম মতে ভগবান, গড ইত্যাদি মানুষের বিশ্বাসে চলে আসে। ধর্ম একটি জাতিকে খারাপ কিছু করার জন্যে বলে না। যা কিছু বলে ভাল করার কথাই বলে। যে কোন ধর্মই মানুষের মাঝে একেক সময় একেক ধরনের বার্তা নিয়ে প্রচারিত হয়েছে। অনেকে এই ধর্মের মাঝে খোজেন গভীরতম নিয়ম কানুন। এরা আস্তিক। সব ধর্মেই পরবর্তী জীবন বলে একটি সুখময় কিংবা দুঃখময় একটি সেশন আছে। - See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.