![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
এখানেই একচিলতে আকাশে সঞ্জিবনীর অন্বেষণ
এখানেই দিগন্তের এপার ওপার ঘিঞ্জি প্রেমের পুর্ণতা
এখানেই বজ্রদাহনেও সমস্বরে গান গায় চলচঞ্চলা রুপসীরা
এখানেই অযোগ্যের অবগাহনেও উদগীর্ণ হয় প্রেম
এখানেই পুষ্পিত তৃনদলে সমাহিত হয় অবরুদ্ব যৌবন
এখানেই শতছিদ্র ক্রোধের তরণী পাল তুলে ছুটে যায়
এখানেই বৈকুণ্ঠবিলাস
এখানেই মন।
©somewhere in net ltd.