![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।
ভারাক্রান্ত আকাশটাকে নীল হারাতে দেখি বারংবার,
আমি জানি,
আকাশ কখনো অন্ধ নয়।
নিষ্প্রভ এ প্রানে আলোর তৃষ্ণা
হাটুগেড়ে পড়ে থাকে কৃষ্ণপক্ষে,
গন্তব্য ভেবে আবিরের ভৈরবী মালঞ্চ-
দুর্বোধ্য ত্রাসের কবলে পড়ে শেষ অবধি
বিচ্ছেদের দখলেই থাকে,
অবশেষে পণ করে উবে যায় আঁধারের নিবেদনে।
ঘনিষ্ঠ প্রহরের পাশ ঘেষে পায়চারী করা বুনো মেঘগুলো
এতটাই দক্ষ যে-
আমাকে ভুলে যেতে হয় আলো আধারির পার্থক্য।
আমি এখনো অন্ধ নই,
একদিন আধারের অঞ্জলিতে
উতল হবে আলোর সুর।
এ শুধুই আভ্যন্তরীণ ভ্রম।
©somewhere in net ltd.