নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যা আছে সেসব মোটামুটি সবারই থাকে। তবে একটা বিশেষ কিছু বলার আছে আর তা হল আমি সুখী মানুষ।

সাইফ নিশাদ.

নিজেকেকবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সকল পোস্টঃ

ভালবাসার সাতকাহন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

যাচ্ছ?
তবে যাও।
এলোমেলো পদধুলো,
ছড়ানো ছেটানো স্পর্শগুলো,
তোমার আমার যৌথ স্বপ্ন
এসবের কি হবে?
রাগ করলে?
থাক তাহলে
পিছু ডাকবো না
জানি জলের পতন দেখতে
একবার হলেও ফিরে তাকাবে।
জেনো ওটাই হবে আমার
ভালবাসার সাতকাহন।

মন্তব্য০ টি রেটিং+০

অপেক্ষা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

একফোঁটা ভালবাসা অবশিষ্ট থাকতেও
হারতে চাইনি।
একটা নির্লজ্জ সুখ,
অভিমান থেকে আমায় প্রেমিক বানায়-
সময়ে চেনার চেষ্টা করি নিজেকে
মাঝে মাঝে তোমাকেও।
শুধু এটুকু বুঝি
আমি স্বার্থপর।
অতপর আশায় থাকি,
একজোড়া শালিক মিলিত হবে
পুনঃ পুনঃ।

মন্তব্য০ টি রেটিং+০

বৃষ্টিবিন্দুর অন্তরালে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

১.বৃষ্টির কাছেই চাইতে পারো জল,
আমার মতন সেও জানে
হৃদয় ভাঙার ছল।


২.আমি চিৎকার করে বলেছি
হয়ত তাও শুনেছ ভূল,
বৃষ্টি নয় ভালবাসি মেঘ
মিথ্যে নয় একচুল।


৩.সেদিন নাহয় বৃষ্টি ছিলো
মেঘবালিকার দৃষ্টি ছিলো-
ঝরায়েছিলো জল,
আজ সেখানে বৃষ্টি নেই
তোমার...

মন্তব্য০ টি রেটিং+০

বহুগামির রোজনামচা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

সকল লাজ ভুলে
আমার শরীর ছেড়ে দিলেম
তোমার শরীরে,
নিরাপদ আশ্রয় ভেবে চুমে দিলেম
পাহাড়, পর্বত, নদী,
ঠিক কিছুমুহুর্ত পরেই বাতাসে ভেসে এলো সাইরেন
আবহাওয়া অফিস থেকে জানানো
রিক্টার স্কেলে সাতমাত্রার ভূমিকম্পের
সম্ভাবনার সতর্কতা
আমার শরীরে বইয়ে দিয়ে গেল...

মন্তব্য০ টি রেটিং+০

জীবনযাপন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

সংকুচিত হই বলে
চোখের সামনে ভেসে ওঠে শ্বাপদ আবাস্থল।
যদিও আমি মানুষ
তবুও নিজেকে আজকাল খুব বেশী ভাললাগে না,
জেলখানার মতন জানালার শিক ধরে যাপিত হয় জীবন নামক ভুঁইফোড়ের আচার।
সহ্য করি সমাজ,
সহ্য করি মানুষ
অদৃশ্যতায়...

মন্তব্য০ টি রেটিং+০

জলপ্রপাতের প্রত্যাশায়

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

ছলছল চোখে তোমায় দেখা হয়নি কখনো,
আমি ভাবি তোমার হয়ত ওই একটাই ঋতু।
ঠোটের তিলের পাশ বেয়ে
ঝরনার জল,
ব্যপারটাই অন্যরকম।
সামান্য সময়ে তোমাকে ভাবাটাই আমার জন্য একটি বিস্ময় ছিলো,
দুঃসাহসী আমি ভেদ করে গেছি অধিকারের...

মন্তব্য০ টি রেটিং+০

শেষ রাতের কবি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

গতকাল শেষরাতে তুমি আরো একটি
কবিতা চেয়েছিলে।
আমার হাতের কাছে কাগজ কলম
তেমন কিছুই ছিলো না।
তোমার সম্মতিতেই
সমগ্র শরীর জুড়ে এঁকে দিয়েছি
অর্ধশত কবিতার লাইন।
আদিম কিছু অনুভূতির কথা ছাড়া
মাথায় আর কিছুই ছিল না,
তাই বেছে বেছে...

মন্তব্য০ টি রেটিং+০

বিনোদিনির সংসার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২


একসাথে অনেক জীবনের সুখ বেশ ভালই লাগে,
সুর্যের সাথে শুরু হওয়া দিন
আকাশের মতন মুহুর্তেই বদলায়,
আমি ভাবি আমার সব বেলাতেই বসন্ত।

একযুগের সংসার শেষে
প্রাপ্তি বল, ত্যাগ বল
সবই আমার অভিধানের শব্দ বলে
কখনোই কিছু ধার...

মন্তব্য০ টি রেটিং+০

শততম পত্র

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪


প্রিয়তমাসু,
শেষ কথাটা মনে আছে তোমার?
ছলছল চোখে
হাটু গেড়ে বসে দুহাতে অর্পিত হৃদয় নিয়ে
একটাই কথা মুখ ফুটে বলতে পেরেছিলাম-
চিঠি দিয়ো।
আজ শততম চিঠিতে সে কথাটা উল্লেখ থাকল।

জেনে খুশি হবে এখন আর বর্ষাতেও
জল...

মন্তব্য০ টি রেটিং+০

আমার হারিয়ে গেছে কিছু

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

শুকনো পাতার স্পষ্ট ধুলোয়
ম্লান হয়েছে বন,
কখন যেন হারিয়ে গেছে মন।

কিচিরমিচির আর শুনিনা
ভেজা দুটি আঁখি,
কখন যেন হারিয়ে গেছে পাখি।

বুকটাতে আর পাল ওঠেনা
কষ্ট নিরবধি,
কখন যেন হারিয়ে গেছে নদী।

সেই হারিয়ে যাওয়ার গল্পগুলো
ছাড়ছে নারে...

মন্তব্য০ টি রেটিং+০

একটি নিখোঁজ সংবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

মাইকের শব্দে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠলাম, একটা রিকশায় লাগানো মাইক থেকে ভেসে আসছে "একটি নিখোঁজ সংবাদ"

আজ একটা শুভদিন,অনেক কষ্টে আজ একটা টিওশানি পেয়েছি। এমন একটা দিনে হারিয়ে যাবার কাব্য...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.