নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
গ্রামীণফোন সিমের নেট স্পীড পুরাই মাথা গরম করে দিচ্ছে। ৩জি হলেও সব সময় পাচ্ছি ২জি! তারপর আবার উঠে থাকে রোমিং। বারবার নেট কেটে যাচ্ছে। ঘরের ভিতর কথা বলা যায় না। ফাঁকা মাঠে যেতে হয়। লোডিং.... লোডিং.... বিজ্ঞাপনটার পার্ফেক্ট উদাহরণ। ঈদে গ্রামে এসে এমনই বিড়ম্বনায় পড়েছি। এই সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েই চলছে।
অনেক সময় জিপি সিম সংযোগ নেয়ায় আপনি কাউকে উৎসাহিত করেছেন কিনা এমন একটা প্রশ্ন কাস্টমার কেয়ার থেকে করা হয়ে থাকে। আপনাকেও করতে পারে। ০-১০ পর্যন্ত নম্বর ডায়াল করে উত্তর দিতে বলা হয়। জানিনা আপনারা কত দিবেন? তবে আমি ০ (শূন্য) দিব। আবার ০ দিলেও যে তাদের কি পরিবর্তন হবে বা সেবার মান আদৌ বাড়বে কিনা তা জানি না। আমি ইতোমধ্যেই অনেককে জিপি সিম ব্যবহারে নিরুৎসাহিত করেছি।
আমাদের এলাকায় প্রথম জিপি নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করা হয়। তাই জিপি সিম ক্রয় করি। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত তাদের কলরেট অন্যান্য অপারেটর থেকে বেশি! কলরেট কমানোর কথা বললে তারা বলবে তাদের নেটওয়ার্ক অন্য যে কোন অপারেটর থেকে ভাল! কিন্তু কথাটা আমার কাছে মোটেও ঠিক মনে হয় না।
যাইহোক, অবশেষে সিদ্ধান্ত নিলাম জিপি সিম ছেড়েই দিব। তবে এই সিম ছেড়ে যেই সিম নিব সেই সিমের সার্ভিস যে কেমন হবে কে জানে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার মতামত পাওয়ার পর থেকে চেষ্টা করতে করতে কেবল প্রবেশ করতে পারলাম! দেখলেন কি স্পীড নেটের। এদের সবাই মিলে কিছু একটা বলা দরকার।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
গরু গুরু বলেছেন: আমিত হয়রান। ভাবতেছি দেশে গেলে রাজপথে নামব
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১১
সাইফুল১৩৪০৫ বলেছেন: Akhane Bl r Robi network valo. Bakigular obostha valona.
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
গরু গুরু বলেছেন: ভাই দেশের সবকয়টা নেটওয়ার্কএর একি দশা।