![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।
হ্যালো
তুমি আবার বলো
ভয়-শংকা দুরুদুরু গলে"ভালো আছি"
সেই সে দিন ফিরে এলো।
যেদিন, তোমার কন্ঠ-সুরের মুর্ছনায়
ঝংকৃত হলো তনু-মনে
বাগিছায় মোর ফুলেরা হাসে
আমি হাসি তব গুন্জরনে।
কেমনে ভুলি প্রিয়া সেই মধুদিন
যেদিন প্রেমের শুরু
দখল করে নিই ভালবাসা দিয়ে
তোমার হৃদয় পুরো।
বারে বারে তুমি কম্পিত হৃদে
মোবাইলের পানে চাহি
কাটিয়েছ বেলা উতলা হয়ে
আমায় পাবার লাহি।
হ্যালো
তুমি কেমন আছ বন্ধু আমায় বলো
স্মৃতির পাতার সেই সুখদিন
আজকে আবার এলো।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
প্যারিস থেকে আমি বলেছেন: খুশি হলাম।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
এহসান সাবির বলেছেন: হ্যালো...........
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
প্যারিস থেকে আমি বলেছেন: হ্যালো।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর সুন্দর