![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।
বক্তৃতা বিবৃতি দেই
বাংলার তরে
ছেলে আমার ইংলিশ
মিডিয়ামে পড়ে।
কানে বাজে সারাক্ষণ
হিন্দির মিউজিক
মেয়ে আমার ইংলিশেও
স্মার্ট সবদিক।
দুনিয়ার টিভি চ্যানেল
আমার ঘরে
বউ আমার ভুগিতেছে
হিন্দির জ্বরে।
অবসর কাটে মোর
স্টার জলসায়
তবু অতিথি বিশেষ
একুশের সভায়।
হিন্দিতে মন মজে
ইংলিশে কথা
দাদা সাহেবের কাছে
বিকিয়েছি মাথা।
গ্রাম্য চাষাভুষা কথা
বাংলায় বলে
আইন আদালতে তাই
ইংলিশ চলে।
ডাক্তারি পড়াতেও ইংলিশ
জানা চাই
ইংলিশ ছাড়া কোন
ডাক্তারি পড়া নাই।
অ আ ক খ
গরিবের পড়া
ডাবলু হাবলুর জীবন
এ বি সি তে গড়া।
সবখানে হয়নি আজো
বাংলার প্রচলন
একুশের এই দিনে
মিছে সব আয়োজন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
আরাফআহনাফ বলেছেন: "হিন্দিতে মন মজে
ইংলিশে কথা
দাদা সাহেবের কাছে
বিকিয়েছি মাথা। "
"সবখানে হয়নি আজো
বাংলার প্রচলন
একুশের এই দিনে
মিছে সব আয়োজন।"
অনেক ভালো লাগা জানবেন।
ভালো থাকুন সবসময়।