নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি › বিস্তারিত পোস্টঃ

পাখির কাছে মনের কথা

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫


বললাম আমি পাখির কাছে কেমনে উড়িছ ভাই
পাখি আমায় বলে
আল্লাহতায়ালা দিচ্ছে ডানা উড়তে মানা নাই।

খড়কুটোর ঐ জীর্ণ ঘরে কেমনে থাকিস সুখে
পাখি আমায় বলে
আল্লাহতায়ালার প্রেমের পরশ বেধে রাখিস বুকে।

গান গেয়ে যাস কেমন করে এমন মধুর সুরে
পাখি আমায় বলে
আল্লাহর গানে ছন্দ সুর হয় তারই দেয়া নুরে।

বনবাদাড়ে ঘুরে বেড়াছ কোথায় রিজিক মিলে
পাখি আমায় বলে
আল্লাহতায়ালা দিচ্ছে রিজিক ডাঙায় নদ আর ঝিলে।

পরিশেষে সুধাই তাকে তুমি আমায় কিছু বলো
পাখি হেসে বলে
আল্লাহতায়ালাই মহান মালিক তারই পথে চলো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

নেয়ামুল নাহিদ বলেছেন: কিছু বানান ভুল আছে, তাছাড়া পছন্দ করার মত। আমি লাইক-ও দিয়েছি ;)

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

প্যারিস থেকে আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বানান গুলো একটু ধরিয়ে দিলে বেশ উপকারে আসতো।

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

নেয়ামুল নাহিদ বলেছেন: যেমন - বেড়াছ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.