![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ-ঘাটে ঘুরে বেড়াই একটুখানি সুখের লাগি................
আমি গ্রাফিক্সের কাজ করতে চাই। প্রয়োজনীয় প্রশিক্ষণ আগেই মোটামুটি নেওয়া আছে। এখন আমার ল্যাপটপে সে কাজটা করতে চাই। বাট ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যারের কোন ভার্সনই ইনশটল করতে পারতেছিনা। নেট থেকে ডাউনলোড করেছি। নেমেছে, বাট ইনশটল হচ্ছেনা। সিডিতেও সেই একই হাল। বিষয়টা নিয়ে এক বড় ভাইয়ার সাথে আলাপ করেছি।তিনি বলেছেন,আমার ল্যাপটপে সেই কনফিগারেশন নাই। তাই ইনশটল হচ্ছেনা। আসলে কি তাই? টেকি ভাইয়ারা একটু বলে দিতে পারলে উপকৃত হবো। নীম্নে আমার ল্যাপটপের কনফিগারেশনটা জানিয়ে দিলাম।
আমি hp ল্যাপটপ ইউজ করি। আমার ল্যাপটপের মডেল hp2000
এটার কনফিগারেশনঃ
উইন্ডোজঃ ৮
প্রসেসরঃ AMD E300Apu with Radeon (tm) HD Graphics 1.30GHz
র্যামঃ 4GB (3.60 GB Usable)
System Type: 64Bit Opareting System,x64 Based Processor
হার্ডডিস্কঃ 500 Gb
যদি উক্ত কনফিগারেশনে গ্রাফিক্সের কাজ না করা যায়,তাহলে কি করনীয় একটু বলে দিবেন। যদি কোন কিছু করা লাগে,সাধ্যের মধ্যে করবো।
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯
সাইফুল্লাহ িজপসী বলেছেন: দাদা,
আপনি যে লিংক দিয়েছেন।ঐ লিংক দিয়ে কি এই কনফিগারেশনে ইউজ করতে পারবো?
আরেকটা কথা প্রসেসর আপগ্রেড করা যায় কিনা?মানে এই প্রসেসর চেঞ্জ করে আর উন্নত মানের প্রসেসর বসাইলাম।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
গোয়েন্দাপ্রধান বলেছেন: নতুন ভার্সন ইউজ না করে পুরাতন ভার্সন যেমন ফটশপ ৭ইউজ কর্তে পারেন। আর ৩২ বিট ইউজ করেন ৬৪ বীট পিসি কে স্লো করে দেয়
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
সাইফুল্লাহ িজপসী বলেছেন: আপনি সেভেনের কথা বলেছেন। আমি থ্রী,ফোর এবং ফাইভ দিয়ে দেখছিলাম।ইনস্টল হয়না।
৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৩
কৃষ্ণবিবর বলেছেন: এই গ্যারান্টি আপনাকে দিতে পারছিনা, দু:খিত :-(... আপনি ইনস্টল করার সময় এরর মেসেজ কি দেয়?
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮
কৃষ্ণবিবর বলেছেন: প্রসেসর খুবিই দুর্বল। এখন মোবাইল ফোনে এর চেয়ে ভাল প্রসেসর থাকে। আপনার মিনিমাম ২,০ গিগাহার্টজ প্রসেসর লাগবে। ফটোসপের বিভিন্ন ভার্সনের রিকোয়র্মেন্ট পাবেন এই ঠিকানায়