![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ-ঘাটে ঘুরে বেড়াই একটুখানি সুখের লাগি................
আমার বাসায় ৪টা ল্যাপটপ আর একটা ডেস্কটপ। মোটামুটি সবাই মোবাইলে নেট ইউজ করে। মডেম আছে দুইটা। ফামিলীর সবাই ল্যাপটপ,ডেস্কটপ আর মোবাইলে নেট ইউজ করে বলে দুইটা মডেম বা এর সিম নিয়া অনেক সময় কাড়াকাড়ি পড়ে যায়।
সো এখন একটা রাউটার কিনতে চাচ্ছি। যাতে সবাই মিলে ভাগাভাগি করে নেট ব্যাবহার করতে পারি। এ নিয়ে অনেকের সাথে আলোচনা করলে সবাই মতামত দিয়েছে রাউটার না কিনে একধিক মডেম কিনার জন্য।
টেকি ব্লগার ভাইয়াদের কাছে এব্যাপারে সঠিক পরামরশ চাচ্ছি। এখনো কি মডেম নিবো নাকি রাউটার। আর নিলে কি কোম্পানির নিলে ভাল হবে। কোন কোম্পানিরও ফ্যাসিলিটি কি কি? দাম কেমন পড়বে? কোথায় থেকে নিলে ভাল হবে?
আরেকটা কথা,মার্কেটে রাউটারের মত অনেক কিছু দেখেছি। এই যেমন এডাপ্টার,ওয়ারলেস ইত্যাদি। এগুলো কোনটা কি কি? কি কাজে লাগে? আর রাউটার কয়েকটা দেখেছি। এর মধ্যে আমারও কাছে পকেট রাউডার দেখেছি। এইটা কেমন হবে? আরেকটা দেখেছি ছোট্ট ডিভিডি রাইটারের মত একটা রাউটার।
অনেকেরা বলেছে রাউটার ইউজ করতে গেলে নেটের ডাটা বেশী করে কিনতে হবে। মানে ১০ জিবি বা ৩০ জিবি। কারন জায়গা বেশী লাগে। আবার স্পীড খায় খুব। আমারও মতে আমি যদি গ্রামীন বা অন্য কোন কোম্পানি ১ বা টু জিবি কিংবা আন লিমিটেড ডাটা কিনলে হবেনা? কোনটা ব্যাবহার করলে ভাল হবে? আমি সিম দিয়ে ইউজ করতে চাই।
কম দামী বা বেশী দামী উভয়টার ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
রোহান খান বলেছেন: রাফী ভাই এর কথাটাই আমার বক্তব্য ছিল। ওটাকেই ফলো করুন।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
েবনিটগ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: TP Link এর পকেট রাউটার আছে একটা ৩৫০০ হাজার এর আশেপাশে দাম । বহন করতে পারবেন , চার্জ এ চলে ।
সেটার মাধ্যমে থ্রীজি সীম দিয়ে নেট ইউস করতে পারবেন । কোন আলাদা মডেম এর দরকার নাই । আবার ব্রডব্যান্ড নিলে সেটা দিয়েও নেট ইউস করতে পারবেন ।
আর যেহেতু অনেকে ইউস করবেন সো আনলিমিটেড প্যাকেজ ই ভাল হবে । আপনাকে সাজেস্ট করব TP LINK এর এটা কিনে টেলিটক থ্রিজি এর আনলিমিটেড ইউস করেন । ( টেলিটকের ওয়াই ফাই রাউটার থেকে এটা ভাল হবে )