নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভাবুক

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ভাবুক তুমি আরো ভাবো

আমাকে নিয়ে ভাবো

তোমাকে নিয়ে ভাবো

এই দেশকে নিয়ে ভাবো

এই পৃথিবীকে নিয়ে ভাবো।



অর্থ ব্যতীত দুঃখে, পিছিয়ে

দুর্বলকে কেন সবলে রুখে?

যন্ত্রনা বুকে ভাই

প্রত্যাশা, প্রচুর চাই।



জানি তুমি কর্মট

খোলো খনির কপাট।

তোমার সৃষ্টি কর্ম, কল্প

অগ্নির তাপে জলীয় বাষ্প।



আমরা তৈরী করবো কম্প

কারো থাকবে না অল্প।

তোমার স্বপ্ন, তোমার শক্তি

আমার স্বপ্ন, আমার শক্তি।



কেউ বলে আমরা নিষুতি

দূর হবে কিভাবে দুর্গতি।

সবাইকে দেখিয়ে দিতে চাই

উন্নত হতে হবে তাই।



লেখাতে নাকি থাকো মগ্ন

অনেকে তাতে হচ্ছে নগ্ন।

অবগত, সঠিক পথের গতিতে

হারিয়ে যেওনা ভিন্ন মতিতে।



চারদিকে ছড়াবো হৃদয়ের সুগন্ধ

পাবেনা কেউ নাকে দুর্গন্ধ।



সকল ভাবুকের জন্য



২৩.১০.২০১২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.