নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যখন সময়, সতত যাচ্ছে বৃথা
এনেছে হাসি-হৃদয়ে আনন্দের ব্যবস্থা!
তাঁর দীপ্তের ছোয়ায় আজও আত্মবিশ্বাসী
চলছে জীবন তাতে মাও খুশী!
বহুদূর যাওয়ার জন্য বর্তমানেও প্রচেষ্টা
নিশ্চয় মিলবে সত্য শ্রমের মিঠা!
অদ্বিতীয়, ডেকে এনে করে আপ্যায়ন
মানুষ হাড়াচ্ছে যখন প্রিয় স্বজন!
দাও প্রচুর সম্পদ আল্লাহ নাসিরদাকে (নাসির ভাইকে)
সে দিবে বিলিয়ে সঠিক প্রয়োজনকে!
সহজে মিশে যায় অচেনা মনে
এটা সম্ভব একমাত্র মনুষ্যত্বের গুণে!
চাওয়ার মত সাজাও নিজ সংসার
মায়ের আশ্রয়ের মত হোক সর্বত্র।
থমকে ব্যথিত শুনে স্বদেশের ঘটনা
দ্রুত সুস্থ্য কর, যেন কল্পনা!
নির্ভয়ে তার আহবানে যুদ্ধে যাবো
এরকম প্রাণ আর কোথায় পাবো!
অশ্রু মুছে দাও, কষ্ট মায়ের!!!
দুঃখ মুছো সমস্ত জ্ঞাতী/মুসলিম ভাইয়ের!!!
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
সরদার হারুন বলেছেন: প্রচণ্ড তাপে তাপিত হইয়া ঘরের মধ্যে যাইয়া আমনার কবিতা পরলাম। বড়ই পীরিত হইলাম ভাই ।