| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নদীতে অল্প জল
দেখা যায় তল
ছোট ছোট চর
কাঁদা মাটির উপর
যাচ্ছে মহিষ পাল
মহিষের পিঠে রাখাল
ভেসে আছে নৌকা
মাঝির হয় থাকা
ভাসমান জীবন-সংসার
সঙ্গে থাকে পরিবার
ঢেউয়ে ঢেউয়ে ছায়া
কত সুন্দর মায়।
২|
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
প্রত্যাবর্তন@ বলেছেন: মন্দ না
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫
শাহজাহান মুনির বলেছেন: Valo hoyeche...